1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুদ্ধাপরাধীদের প্রশ্রয় না দিতে বিরোধী দলের প্রতি আহ্বান

২৫ ডিসেম্বর ২০১০

যুদ্ধাপরাধীদের আশ্রয় প্রশ্রয় না দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দল৷ শুক্রবার রাতে ১৪ দলের বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি একথা জানান৷

https://p.dw.com/p/zpQe
ডা. দীপু মনিছবি: DW

আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে অনুষ্ঠিত ১৪ দলের বৈঠকে সভাপতিত্ব করেন মহাজোটের সমন্বয়ক সৈয়দা সাজেদা চৌধুরী৷ বৈঠকে যুদ্ধাপরাধের বিচার, পৌর নির্বাচন এবং মহাজোট সরকারের কার্যক্রম নিয়ে আলোচনা হয়৷

বৈঠক শেষে পরারাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি বলেন, ‘‘যুদ্ধাপরাধীদের বিচার মানে বিরোধী দলকে নিশ্চিহ্ন করা নয়৷ বিরোধী দলকে হয়রানি করার জন্যও এই বিচার করা হচ্ছে না৷ মানবতা বিরোধী অপরাধের এই বিচারের উদ্দেশ্য জাতিকে কলঙ্ক মুক্ত করা৷ বিশ্বের প্রতিটি দেশই মানবতা বিরোধী অপরাধের বিচার সমর্থন করে৷'' তিনি জানান যে, ১৪ দল যুদ্ধাপরাধীদের আশ্রয় প্রশ্রয় না দিয়ে বিরোধী দল বিএনপিকে যুদ্ধাপরাধীদের বিচারে সহায়তার আহ্বান জানিয়েছে৷

আসন্ন পৌর নির্বাচনে ১৪ দল জোটগতভাবে প্রার্থীদের কীভাবে সমর্থন দিতে পারে তা নিয়েও আলোচনা হয় বৈঠকে৷ একই সঙ্গে সরকারের গত দুই বছরের কার্যক্রম এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে শিগগিরই সংবাদ সম্মেলন করে দেশবাসীকে জানানোর সিদ্ধান্ত হয় বৈঠকে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম