1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুদ্ধাপরাধ ট্রাইবুন্যালের বিচারক নিয়োগ বৈধ

২৭ জুলাই ২০১০

যুদ্ধাপরাধ ট্রাইবুন্যালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক এবং সদস্য এটিএম ফজলে কবিরের নিয়োগ বৈধ বলে ঘোষণা করছেন বাংলাদেশের হাইকোর্ট৷

https://p.dw.com/p/OVe3
ঢাকায় যুদ্ধাপরাধ ট্রাইবুন্যালছবি: DW

তাদের নিয়োগ এবং দায়িত্ব পালনের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে দায়ের করা রিট মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান এবং বিচারপতি সৈয়দ আফসার জাহান সরাসরি খারিজ করে দিয়েছেন৷ ব্যারিস্টার আব্দুর রজ্জাক এই রিট করছিলেন৷ তিনি জানান, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তিনি আপীল করবেন৷

হাইকোর্টের রায়ে বলা হয়েছে, সংবিধানের আলোকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল গঠন করা হয়েছে৷ আন্তর্জাতিক অপরাধ আইন সংবিধানের মাধ্যমে সুরক্ষিত৷ বিচারপতি নিয়োগও আইনানুগ হয়েছে৷ তারা অস্থায়ী ভিত্তিতে ট্রাইবুন্যালে নিয়োগ পেয়েছেন৷ বিচার কাজ শেষে তারা আবার হাইকোর্টে ফিরে যাবেন৷ সুপ্রিমকোর্টের সঙ্গে পরামর্শ করেই এই নিয়োগ দেয়া হয়েছে৷ এই নিয়োগের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ক্ষমতা স্বতন্ত্রীকরণ ব্যাহত হয়নি৷

রায়ের পর এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, সংবিধান সমুন্নত রাখতে ট্রাইবুন্যাল গঠন করে এই বিচারের উদ্যোগ নেয়া হয়েছে৷ ট্রাইবুন্যালের দুই বিচারক সংবিধান এবং আইন মেনেই নিয়োগ করা হয়েছে৷ হাইকোর্ট এই নিয়োগকে সংবিধান সম্মত বলেছেন৷

তিনি বলেন, '৭১-এর যুদ্ধাপরাধের বিচার জনগণের দাবি৷ এই সরকারের এটি নির্বাচনী ম্যান্ডেট৷ সংসদেও এব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন