1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারীকে বাঁচালেন আতিফ আসলাম

১৮ জানুয়ারি ২০১৭

গানের জন্য নয়, এবার অন্য কারণে খবরের শিরোনাম হয়েছেন আতিফ আসলাম৷ নিজের কনসার্টে এক নারীকে বখাটেদের হাত থেকে বাঁচিয়েছেন তিনি৷ দেখুন সেই ভিডিও৷

https://p.dw.com/p/2VyVu
আতিফ আসলাম
ছবি: Getty Images/AFP/STRDEL

নিজের দেশ পাকিস্তানেই একটি কনসার্টে সাহসিকতা এবং দায়ীত্বশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত রাখলেন আতিফ আসলাম৷ সমাজে নারীর সম্মান রক্ষার বিষয়ে কথা তো অনেকেই বলেন, কিন্তু সেই দায়িত্ব ক'জন পালন করেন? করাচির সেই কনসার্টে আতিফ আসলাম ঝুঁকি নিয়েই সেই দায়িত্ব পালন করেছেন৷

প্রচুর শ্রোতা ছিল সেই কনসার্টে৷ স্টেজের কাছেও ছিল শ্রোতাদের গাদাগাদি৷ সেখানেই এক নারীকে অপদস্থ করছিল কয়েকজন বখাটে৷ হঠাত বিষয়টি চোখে পড়ে ‘ও লামহে', ‘তু জানে না'সহ বেশ কিছু জনপ্রিয় গানের গায়ক আতিফের৷ সঙ্গে সঙ্গেই তিনি বখাটেদের উদ্দেশ্যে বলে ওঠেন, ‘‘জীবনে কোনোদিন মেয়ে দেখোনি? এখানে তোমার মা-বোনও থাকতে পারতো৷'' তারপর এক সঙ্গীকে বলেন, মেয়েটিকে উদ্ধার করতে৷ টেনে স্টেজে তোলা হয় মেয়েটিকে৷

সেখানেই থেমে থাকেননি আতিফ আসলাম৷ গান শুরু করার আগে বখাটেদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘ভদ্রভাবে গান শুনলে অনুষ্ঠান দীর্ঘ হবে, নইলে থেমে যাবে৷ মানুষ হওয়ার চেষ্টা করো৷''

তারপর আর দৃষ্টিকটু কিছু ঘটেনি৷ পাকিস্তানের সংবাদমাধ্যম তো বটেই, আন্তর্জাতিক গণমাধ্যমও

গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে এ খবর৷ ইউটিউবে বখাটেদের কবল থেকে নারীকে উদ্ধারের ভিডিও মাত্র দু'দিনেই দেখা হয়েছে পাঁচ লক্ষবার৷

এসিবি/ডিজি 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য