1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেড়ালটির প্রাণ বাঁচালেন কোস্ট গার্ড

৯ আগস্ট ২০১৬

নতুন জীবনের আশায় ইউরোপ অভিমুখে পাড়ি দেয় হাজারো শরণার্থী, প্রায় প্রতিদিনই৷ এদের অনেককে মর্মান্তিকভাবে চরম মূল্য দিতে হয়৷ আবার কখনও ভাগ্যের জোরেই হয়ত প্রাণে বেঁচে যান কেউ কেউ৷ এই বেড়ালটিও সেই ভাগ্যবানদেরই একজন৷

https://p.dw.com/p/1JeV9
বেড়াল
ছবি: picture-alliance/dpa/P. Pleul

সিসিলির সমুদ্র সৈকতে ভেসে আসছিল ছোট্ট একটা বেড়াল৷ তীরের এক সীমান্তরক্ষীর চোখে পড়ে যায় সে৷ দৌড়ে আসে রক্ষী, কোলে তুলে নেয় বেড়ালটিকে৷ তারপর শুরু হয় জীবন-মরণ লড়াই৷ ঠিক যেমনটা হয় মানুষের ক্ষেত্রে৷

বেড়ালছানার হৃৎস্পন্দন তখন বন্ধ হয়ে গেছে৷ তাই অন্য কোনো উপায় না দেখে সিপিআর বা কার্ডিয়োপালমোনারি রিসালিটেশন-এর সাহায্য নেয় গার্ডটি৷ বেড়ালের মুখে মুখ লাগিয়ে জোরে বাতাস ঢোকানোর বা শ্বাস দেয়ার চেষ্টা করে, যাতে ছোট্ট ফুসফুসে অক্সিজেন পৌঁছায়৷ এভাবেই বেশ কিছুক্ষণ চলতে থাকে যান্ত্রিক শ্বাস-প্রশ্বাসক্রিয়ার মতো এ পদ্ধতি৷ তারপর ফুটফুটে চোখ মেলে নিজের ‘রেসকিওর'-এর দিকে তাকায় বেড়ালছানা৷ ক্ষীণ কণ্ঠে বলে ওঠে – ‘মিয়াও’৷

বেড়ালটি এখন সীমান্তরক্ষীদের সঙ্গেই থাকে৷ তাঁরা ওর নাম রেখেছে ‘চার্লি’৷

প্রসঙ্গত, ‘কার্ডিয়ো' মানে হলো হার্ট, ‘পালমোনারি'-র অর্থ ফুসফুস আর ‘রিসালিটেশন' হলো পুনর্জাগরণ৷

ডিজি/এপিবি

আপনারও কি পোষা বেড়াল আছে? তার নাম কী রেখেছেন আপনি? জানান নীচের ঘরে৷