1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যে বানরের চেহারা মানুষের মতো

২৭ মার্চ ২০১৮

এক বানরকে নিয়ে মেতে উঠেছে ইন্টারনেট৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেরই দাবি, বাঁদর মহাশয়ের মুখশ্রী একেবারে মানুষের মতো৷

https://p.dw.com/p/2v2XM
China Forschung geklonte Affen
ছবি: Reuters/Chinese Academy of Sciences

ডারউইনের তত্ত্ব অনুযায়ী, মানুষ ও বানরের আদিপুরুষ একই৷ অর্থাৎ, একই জেনেটিক ধারার দু'টি পথ দুইদিকে গেছে বেঁকে৷ কিন্তু এই একজন খুব বেশিদূর বোধ হয় যায়নি৷ কাছাকাছি রয়ে গেছে৷ বলা হচ্ছে, এক বানরের কথা, যার মুখ মানুষের মতো৷

এই বানরটির আপাত নিবাস চীনের তিয়ানজিন চিড়িয়াখানায়৷ একে নিয়ে তৈরি একটি ভিডিও চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়৷

টুইটারের মতো চীনের সামাজিক যোগাযোগের মাধ্যম উইবোতে এই ভিডিও দেখা হয়েছে কমপক্ষে আশি লাখ বার৷

নেটিজেনরা ১৮ বছর বয়সি  এই বানরের চোখ ও মুখের দিকে ইঙ্গিত করে একে একেবারে মানুষের প্রতিচ্ছবি বলে উল্লেখ করেন৷ পরে চীনের নিউজ নেটওয়ার্ক সিজিটিএন রোববার ভিডিওটি ইউটিউবে ছাড়ে৷ তাদের মতে, কালো মাথার এই কাপুচিনরা মূলত মধ্য ও দক্ষিণ অ্যামেরিকার বাসিন্দা৷ এদের উচ্চ বুদ্ধিমত্তা ও হাতের দক্ষ গঠনের জন্য চলচ্চিত্র ও টিভি শুটিংয়ে খুব ব্যবহার করা হয়৷

জেডএ/এসিবি