1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যে শিশুর কাছে মাফ চাইলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

১২ মে ২০১৭

বক্তব্য দিচ্ছিলেন মাইক পেন্স৷ সেসময় কথা প্রসঙ্গে হাত ছড়িয়ে দিতে গিয়ে তা লেগে যায় এক ছোট্ট ছেলের নাকে৷ নাছোরবান্দা সেই শিশু, এরপর পাক্কা এক মিনিট পেন্সের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন, ক্ষমা আদায় করে নিতে৷

https://p.dw.com/p/2cpt9
Südkorea Besuch US Vizepräsident Mike Pence
ছবি: picture-alliance/AP Photo/L. Jin-Man

ঘটনাটি ঘটেছে হোয়াইট হাউসের ন্যাশনাল মিলিটারি স্পাউস এপ্রেসিয়েশন ডে'র এক ইভেন্টে৷ সেখানে বক্তব্য দেয়ার সময় বেখেয়ালে উপস্থিত এক শিশু শ্রোতার নাকে হাতি দিয়ে আঘাত করেন পেন্স৷

আঘাত করার পর প্রথমে বিষয়টি আমলে নিতে চাননি মার্কিন ভাইস প্রেসিডেন্ট৷ অন্যদিকে, নাকে আঘাত পাওয়া পের-ও নাছোরবান্দা৷ তিনি নানাভাবে চেষ্টা করেন পেন্সের দৃষ্টি আকর্ষণের, এমনকি হাত দিয়ে তাঁর পিঠে গুঁতো দেয়ার চিন্তা করে শেষ মুহূর্তে হাত সরিয়ে নেন৷ উদ্দেশ্য, তাঁর কাছ থেকে ক্ষমা আদায় করে নেয়া৷

শেষমেষ অবশ্য হার মানেন পেন্স৷ পেরের দিকে ঘুরিয়ে দুঃখিত বলেন পেন্স৷ আর পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন এক ভিডিও সাংবাদিক যা প্রকাশ হয়েছে ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে৷

এআই/ডিজি