1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যৌনতার স্বাদ পায়নি ২৫ শতাংশ মহিলা

১৭ ফেব্রুয়ারি ২০১০

প্রতি চারজনে একজনেরও বেশি মহিলা নাকি কখনো যৌন মিলনে অংশ নেয়নি৷ এমনকি বয়স ৩৫ বছর পার হবার পরও তারা বঞ্চিত জীবনের এই বিশেষ দিকটি থেকে৷ সাম্প্রতিক এক জরিপ থেকে জানা গেছে এই তথ্য৷

https://p.dw.com/p/M3Sz
ফাইল ফটো

ব্রিটেনের কয়েকটি শহরে চালানো এই জরিপে দেখা গেছে, ২৮ শতাংশ মহিলা জানিয়েছে তারা কখনোই দৈহিক মিলনে অংশ নেয়নি৷ আর এই হার সবচেয়ে বেশি স্কটল্যান্ডে, সেখানকার ৩৮ শতাংশ মহিলা এই শারীরিক কর্ম ছাড়াই জীবনযাপন করছেন৷ অন্যদিকে, ইংল্যান্ডের কেন্দ্রীয় এলাকাগুলোতে বসবাসরত মহিলারা জানিয়েছেন, সপ্তাহে একদিন দৈহিক মিলনে অংশ নেন তারা৷

‘দ্য সিক্রেট গাইড টু ওম্যানস হেলথ' নামক এক প্রকাশনার আওতায় এই জরিপের ফলাফল প্রকাশ করেছে স্কাই রিয়েল লাইভস৷ সংস্থাটির জরিপ থেকে দেখা যাচ্ছে, নিয়মিত দৈহিক মিলনে অংশ নেয়া নারীদের মধ্যে কোন সন্তানবিহীন নারী ৪১ শতাংশ উত্তেজনার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে পারে৷ অন্যদিকে, এক সন্তানের মায়েদের মধ্যে উত্তেজনার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর হার ১২ শতাংশ৷ দুই সন্তানের মায়েদের ক্ষেত্রে তা মাত্র ১৪ শতাংশ৷

জরিপে অংশ নেয়া মহিলারা জানিয়েছেন, অফিসে কাজের চাপ তাদের যৌন জীবনে প্রভাব ফেলে৷ যেসব মহিলা খন্ডকালীন কাজ করেন তাদের মধ্যে ৬৭ শতাংশের ক্ষেত্রে বিষয়টি বেশ সুখকর৷ অন্যদিকে, সম্পূর্ণ কর্মরত মহিলাদের মধ্যে ৫৫ শতাংশ বিষয়টি উপভোগ করতে পারেন বলে জানাচ্ছে জরিপ৷

জরিপ আরো জানাচ্ছে, প্রায় সব মহিলাই মাসের একটি নির্দিষ্ট সময়ে কিছুটা লাগামছাড়া হয়ে উঠে৷ ৩৫ থেকে ৪৫ বছর বয়সী ৩৫ শতাংশ নারী স্বীকার করেছেন, মাসিক চলাকালে তাদের নিজেদের প্রতি কিংবা অন্যদের সঙ্গে হিংস্র আচরণ করতে ইচ্ছা হয়৷

৭৪৫ জন মহিলার উপর চালিত জরিপ থেকে আরো দেখা গেছে, ৩৫ থেকে ৬৪ বছর বয়সী ৪২ শতাংশ মহিলার বিষণ্ণতা কাটাতে নিয়মিত ওষুধ খান কিংবা ওষুধ নেওয়ার কথা চিন্তা করছেন৷

এই প্রসঙ্গে স্কাই রিয়েল লাইভস এর বারবারা গিবন জানিয়েছেন, মহিলাদের স্বাস্থ্য নিয়ে এখনো বিশদ আলোচনা হয়নি৷

তিনি জানান, জরিপের ফলাফলে একটি বিষয় পরিষ্কার যে, মেয়েদের অনেক বিষয় আছে যা নিয়ে কখনোই আলোচনা হয়না – আর তারা নীরবেই সেগুলো নিয়ে ভুগতে থাকে৷ আর এর মানসিক ফলাফল খুব একটা সুখকর নয়৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন