1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যৌনদৃশ্যে অভিনয় করে বাবাকে কষ্ট দিলেন মিলা

৫ ডিসেম্বর ২০১০

নিজের বাবাকে বড্ড দুঃখ দিলেন মিলা কুনিস৷ এই হলিউডি নায়িকা এক সিনেমায় নাটালি পোর্টমানের সঙ্গে এমন রগরগে দৃশ্যে অভিনয় করেছেন যে তাঁর বাবা আহত এবং অপদস্থ৷

https://p.dw.com/p/QQ4h
ব্ল্যাক সোয়ান এর একটি দৃশ্যে নাটালি পোর্টমানছবি: image.net

ছবির গল্পের বিষয় হল এক ব্যালে নর্তকী বা ব্যালেরিনার জীবন৷ ব্যালেরিনাদের জীবন তো ছন্দময় হবেই৷ হবে শিল্পসম্মত, হবে নন্দিত, হবে অনুপম৷ কিন্তু সেখানেই তো সব শেষ নয়! যেকোন জীবনেই অন্য সবকিছুর সঙ্গে ওতপ্রোত জড়িয়ে থাকে যৌনতা৷ তো, মিলা কুনিস ‘ব্ল্যাক সোয়ান' নামের যে ডার্ক থ্রিলার ছবিতে ব্যালেরিনার ভূমিকায় অভিনয় করেছেন, সেখানে চরিত্রের যৌনতাটা আবার একটু বাড়াবাড়ির পর্যায়ে৷

কেমন বাড়াবাড়ি? সাধারণের ছাঁচে পড়ে না সেই যৌনতা৷ সে হল গিয়ে সমকামী৷ আরও খুলে বললে নারীকামী৷ অর্থাৎ অন্য নারীর সঙ্গেই তার শারীরিক সম্পর্কের রসায়ন৷ আর ছবিতে সেই অন্য নারীর ভূমিকায় অভিনয় করেছেন আরেক ব্যালেরিনার ভূমিকায় নাটালি পোর্টমান৷ আর মিলার সঙ্গে নাটালির সেই বাড়াবাড়ি যৌনতার একাধিক লম্বা দৃশ্য আছে৷ সম্প্রতি নিজের বাবাকে ‘ব্ল্যাক সোয়ান' ছবিটা দেখতে আমন্ত্রণ জানিয়েছিলেন ২৭ বসন্তের মিলা৷ কিন্তু, ছবি দেখতে বসে বাবার পক্ষে পর্দায় মেয়ের এমন সব রগরগে দৃশ্য বেশিক্ষণ সহ্য করা সম্ভবপর হয়নি৷ কিছুক্ষণের মধ্যেই তিনি থিয়েটার হল ছেড়ে রেগেমেগে বেরিয়ে যান৷

Ballerinas
ব্ল্যাক সোয়ান ছবির মূল বিষয় হল ব্যালে৷ছবি: AP

মিলা বেচারা একটু হতভম্ব৷ সে তো স্বাভাবিক৷ এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে নায়িকার জবাব, ‘ছবিতে প্রয়োজন ছিল দৃশ্যগুলোর৷ আমি প্রাণ ঢেলেই অভিনয় করেছি৷ কিন্তু, বাবার পছন্দ হয়নি৷ কী আর করা যাবে!'

করার কিছু নেইও৷ তবে ‘ব্ল্যাক সোয়ান' ছবিটায় অভিনয় করে মিলা বেশ নাম কুড়িয়েছেন৷ সদ্য শেষ হওয়া ভেনিস চলচ্চিত্র উৎসবে মার্চেল্লো মাস্ত্রিয়ানি পুরষ্কারও পেয়েছেন তাঁর এই ছবিতে দারুণ অভিনয়ের জন্য৷ সেসব তো আর ব্যর্থ হতে পারে না!

আসেল শিল্পের খাতিরেই যে মেয়ে এসব করেছে, বেচারা বাবার পক্ষে সেটা বোঝা সম্ভব হয়নি৷ সত্যিই, শিল্পের জন্য মানুষকে কতকিছুই যে করতে হয়!

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আরাফাতুল ইসলাম