1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভবিষ্যতের প্রযুক্তি

১০ মে ২০১৩

রং বা কালি থেকে বিদ্যুৎ উৎপাদনের এক অভিনব পদ্ধতি উদ্ভাবন করেছে ব্রিটেনের এক কোম্পানি৷ তার প্রয়োগের নানা সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে৷

https://p.dw.com/p/18VrH
ছবি: DW

ব্রিটেনের এই কোম্পানির প্রিন্টার থেকে যা বের হচ্ছে, তা দেখলে মনে হবে শুধু কালো রেখা৷ আসলে কিন্তু এগুলি বিদ্যুৎ পরিবহনের তার – যা তৈরি করতে লাগে বিশেষ ধরণের কালি৷ নিজেদের গবেষণাগারেই ইঞ্জিনিয়াররা গ্রাফাইট বা রূপা দিয়ে এমন রঙ তৈরি করছেন, যার মধ্য দিয়ে বিদ্যুৎ পাঠানো সম্ভব৷

‘স্পেসিফিক' কোম্পানির ইঞ্জিনিয়ার এইফিয়ন জুয়েল জানালেন, ‘‘আমরা এমন উপাদান তৈরি করতে পারি, যা দেখতে দেওয়ালের সাদা রঙের মতো৷ সেই উপাদান আলো শুষে নিয়ে তা থেকে বিদ্যুৎ তৈরি করতে পারে৷ শুধু রসায়নে কিছু পরিবর্তন করতে হয়৷''

আশ্চর্য এই রঙ শুধু বিদ্যুৎ উৎপাদনই করে না, ব্যাটারির মতো সেই শক্তি ধরেও রাখতে পারে৷ ইঞ্জিনিয়াররা এখনো বিশেষ চুলায় রঙ পরীক্ষা করে দেখছেন৷ গোটা ব্রিটেনে ঘরবাড়ির বাইরের দেওয়ালে এই রঙের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা যাবে – এমন স্বপ্নই দেখছেন সংস্থার মালিক৷

‘স্পেসিফিক' কোম্পানির মালিক কেভিন বাইগেট মনে করেন, ‘‘কোটি কোটি পাউন্ড অঙ্কের একেবারে নতুন এক শিল্পক্ষেত্র সৃষ্টি করাই আমাদের প্রথম লক্ষ্য৷ ফলে গোটা প্রক্রিয়ায় ৫ থেকে ১০ হাজার মানুষের কর্মসংস্থান হবে৷ তাছাড়া আমরা ২০২০ সালের মধ্যে গোটা দেশের এক তৃতীয়াংশ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন করতে চাই৷''

চলতি বছরের শেষেই বিশাল মাপের এই পরিকল্পনা কার্যকর করতে চায় এই সংস্থা৷ তখন বিদ্যুৎ উৎপাদনকারী নির্মাণের উপকরণ প্রথম বাজারে আসবে৷

এসবি/ডিজি