1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রংপুরের চর এলাকায় অন্যতম বাহন ঘোড়ার গাড়ি

২১ সেপ্টেম্বর ২০২১

রংপুরের প্রত্যন্ত চর এলাকাগুলোতে চলাচল ও যোগাযোগ ব্যবস্থা ভাল না হওয়ায় কৃষকরা অনেকদিন ধরেই সীমাহীন দুর্ভোগে ভুগছিলেন৷ চাষের নানা উপকরণ যেমন বীজ, কীটনাশক, ফসল ও নানান সবজি, ধান, গম আনা-নেওয়াতে ছিল অপরিসীম সীমাবদ্ধতা৷ চাইলেই বাজারে আসা-যাওয়া সম্ভব ছিল না৷

https://p.dw.com/p/40as7

আবার আর্থিক অসঙ্গতির জন্য তারা যান্ত্রিক ভ্যান বা ভালো গরু কিনতে পারছিলেন না৷ তাই সাধ্যের মধ্যে ঘোড়া কিনে এবং সেই ঘোড়ার গাড়ি ব্যবহার করেই এখন বের করেছেন যাতায়াত ও কৃষি মালামাল বহনের সহজ পন্থা৷