1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রংমিস্ত্রির কণ্ঠে মুগ্ধ ইন্টারনেট দুনিয়া

১৭ আগস্ট ২০১৮

পাকিস্তানি এক রংমিস্ত্রির গান মুগ্ধ করেছে ইন্টারনেট দুনিয়াকে৷ এরই মধ্যে তাঁর গানের একটি ভিডিও ৫০ লাখেরও বেশি মানুষ দেখেছেন, ভালোবেসেছেন৷

https://p.dw.com/p/33I37
ছবি: O. Sharifi

ইন্টারনেটের জগতে এখন আর মেধা লুকিয়ে থাকে না৷ বিশেষ করে সামাজিক গণমাধ্যমের এই যুগে৷ এখন কেউ নাচতে জানলে, গাইতে জানলে বা অন্য কোনো মেধা থাকলে তা ফেসবুক, টুইটার, ইউটিউবে প্রকাশ করলেই হলো৷ ভালো হলে খুব দ্রুতই তা ভাইরাল হয়ে যায়৷

এমনকি নিজেরও কষ্ট করে ইন্টারনেটে দিতে হয় না৷ অনেকেই কোথাও কোনো মেধাবী মানুষ দেখলে তাঁর কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন৷ এভাবেই একজন থেকে আরেকজনের কাছে ছড়িয়ে পড়তে থাকে৷ এমন অনেক উদাহরণ এরই মধ্যে দেখা গেছে৷

এবার সেই তালিকায় যুক্ত হলেন মুহাম্মদ আরিফ৷ এই রংমিস্ত্রি সৌখিন গায়ক৷ খালি বাড়িতে রং করতে করতে কখনো-সখনো গানের সুর ধরেন৷ মূলত বলিউড ও পাকিস্তানের জনপ্রিয় আধুনিক গানগুলোই চমৎকারভাবে গেয়ে থাকেন৷

এক ফেসবুক লাইভে তেমনি এক গান গেয়ে এতটাই সাড়া ফেলেছেন তিনি, অনেকেই তাঁকে প্রমোট করার জন্য হন্যে হয়ে খুঁজছেন৷ সেই ফেসবুক লাইভে তিনি হামারি আধুরি কাহানি, চান্না মেরেয়া ও ফির লে আয়া দিল-এর মতো জনপ্রিয় গানগুলো গেয়েছেন৷ ভিডিওতে দেখা যায়, তিনি কাজ করতে করতেই একের পর এক গান গেয়ে যাচ্ছেন৷ কখনো কাজের ফাঁকে থেমে থেমে গান গাইছেন৷

আকবর টুইটস নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে দু'সপ্তাহ আগে লাইভ ভিডিওটি করা হয়৷ এরই মধ্যে তা ৫১ লাখেরও বেশি ভিউ আকর্ষণ করেছে৷ ১ লাখ ৩০ হাজারেরও বেশি লাইক বা অন্য প্রতিক্রিয়া এবং ৯১ হাজারেরও বেশি কমেন্ট পড়েছে৷ শেয়ার হয়েছে ৮৪ হাজার বার৷ 

জেডএ/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান