1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রক’ন রোলের আরেক রূপকার জেট হ্যারিস চলে গেলেন

২০ মার্চ ২০১১

চলে গেলেন জেট হ্যারিস৷ শ্যাডোজ-এর সেই বিখ্যাত বেস গিটারিস্ট জেট হ্যারিসের মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১৷ হ্যারিসের হাতের জাদুতেই মূর্তি পেয়েছিল অ্যাপাচে৷

https://p.dw.com/p/10coI
ছবি: AP

সেই বিখ্যাত সমস্ত অ্যালবাম শ্যাডোজ-এর৷ তার সুরের কাঠামোটাই তৈরি করে দিত জেটের গিটার৷ শনিবার জেট যখন চলে গেলেন তখন ব্রিটিশ রক এন রোলের জগতের আরও একটা ইন্দ্রপতন ঘটে গেল৷ কিন্তু জেট হ্যারিসের সঙ্গীতকে মানুষ ভুলবে না অত সহজে৷

স্মৃতিচারণ করতে গিয়ে শ্যাডোজ-এর একদা ব্যান্ডমেটের প্রসঙ্গে সেকথাই বলেছেন সার ক্লিফ রিচার্ডস৷ ক্লিফের মতে, জেট আসলে আমাদের শ্যাডোজ ব্যান্ডটার শিরদাঁড়ার মত ছিল৷ ওর মত গিটারিস্ট আমি আর কোনদিন দেখিনি৷ রক অন জেট...

শরীর ভালো যাচ্ছিল না জেট হ্যারিসের৷ অনেকদিন থেকে৷ সপ্তাহ কয়েক আগে থেকেই জনসমক্ষে আসা বন্ধ ঘোষণা করেছিলেন৷ শেষ অনুষ্ঠান করেছেন গত পাঁচ ফেব্রুয়ারি৷ তারপর থেকে উইনচেস্টারে তাঁর পৈতৃক বাড়িতেই ছিলেন জেট হ্যারিস৷ ব্রিটিশ সঙ্গীত জগতের কিংবদন্তীদের একজন জেট শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন নিজের বাড়িতেই জানিয়েছেন তাঁর এজেন্ট৷

শ্যাডোজ-এ জেট হ্যারিসের সাফল্য ছাড়াও নিজে এককভাবেও তিনি প্রায় গোটা দুনিয়া চষেছেন৷ ব্যক্তিগত নৈপুণ্যের খ্যাতিও তাঁর কম ছিল না৷ ২০১০ সালেও ব্রিটিশ সঙ্গীতে অসামান্য অবদানের জন্য এমবিই সম্মানে ভূষিত হয়েছেন তিনি৷ জেট হ্যারিসের সঙ্গীত তাই অমর থেকে যাবে রক অ্যান রোলের ইতিহাসে, চিরদিনের জন্য৷

প্রতিবেদন : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী