1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাশিয়ায় তেজস্ক্রিয়তার ঝুঁকি!

১৪ আগস্ট ২০১৯

আর্কটিক সাগরে রাশিয়ার একটি রকেট পরীক্ষা কেন্দ্রে বিস্ফোরণের ঘটনায় পাশের শহর সেভারোডভিনস্কে তেজস্ক্রিয় বিকিরণ অন্তত ১৬ গুণ বেড়ে গিয়েছিল৷

https://p.dw.com/p/3NsBs
ছবি: picture-alliance/dpa/Tass/Ministry of Defence of the Russian Federation

ঘটনার ভয়াবহতায় কর্তৃপক্ষ প্রথমে শহরবাসীকে এলাকা ত্যাগ করার কথা বললেও পরে সে নির্দেশ প্রত্যাহার করে নেয়৷

গত বৃহস্পতিবারের এই বিস্ফোরণের সময় রকেট পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত পাঁচজন পরমাণুবিজ্ঞানী নিহত হন৷ রাশিয়ার সরকারি পরমাণু সংস্থা রোসাটমের তথ্য অনুযায়ী, নিহত বিশেষজ্ঞরা একটি পরমাণু শক্তিচালিত ইঞ্জিনের পরীক্ষা চালাচ্ছিলেন৷ এ ঘটনার বিষয়ে আর কোনো তথ্য প্রকাশ করেনি রাশিয়া৷ ঘটনাস্থল থেকে সেভারোডভিনস্ক নামের শহরটি ৩০ কিলোমিটারের মতো দূরে৷

বিশেষজ্ঞরা বলছেন, সেভারোডভিনস্ক বিস্ফোরণের ভয়াবহতা উপলদ্ধি করা যাচ্ছে৷

রাশিয়ার পরিবেশ বিভাগ বলছে, সেভারোডভিনস্ক শহরের ছয়টি এলাকায় ক্ষতিকর গামা রশ্মির অতিরিক্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে৷

এদিকে বিস্ফোরণের পর সেভারোডভিনস্ক শহরের বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দেয়া হলেও পরে তা প্রত্যাহার করা হয়৷ আর্কটিক সাগরের এ রকেট টেস্টিং কেন্দ্রে আসলে কীসের বিস্ফোরণ হয়েছিল সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি৷

বার্তা সংস্থা তাস-এর এক খবরে বলা হয়েছে, যে ডাক্তাররা দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দিয়েছেন, তাঁদের শারীরিক পরীক্ষার জন্য মস্কো পাঠানো হয়েছে৷ এ দুর্ঘটনা সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করবেন না এমন একটি অঙ্গীকারনামায় ডাক্তারদের স্বাক্ষর নেওয়া হয়েছে বলেও বার্তা সংস্থাটি জানায়৷

আরআর/কেএম (ডিপিএ, রয়টার্স, এএফপি)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য