1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রঙিন সুতোয় মোড়া বড় ক্যানভাস

৮ আগস্ট ২০১৯

মায়ের হাতে বোনা রঙিন সুতার কাজ করা কাপড়, রুমাল কতো স্মৃতিই না মনে করিয়ে দেয় আমাদের৷ কিন্তু প্রযুক্তি যতোই উন্নত হচ্ছে, হাতে করা সুতার কাজ দিন দিন হারাতেই বসেছে৷ স্পেনের এক শিল্পী সেই স্মৃতিকে ফিরিয়ে আনছেন৷ তবে পরনের কাপড়ে নয়, বরং ঘরের সাজসজ্জায় ব্যবহার করছেন বিশাল আকৃতির সব হাতে বোনা শিল্প৷ ফুটিয়ে তুলছেন রঙিন ফুল, ফল, লতাপাতা৷

https://p.dw.com/p/3NaF5