1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রণক্ষেত্র আসাম, পুলিশের গুলিতে মৃত দুই

২৪ সেপ্টেম্বর ২০২১

আসাম সরকারের উচ্ছেদ অভিযান। দারাংয়ে পুলিশের গুলিতে মৃত দুই। আহত বহু। আহত হয়েছে পুলিশও।

https://p.dw.com/p/40mbS
প্রতীকী ছবি
ছবি: Prabhakarmani Tewari/DW

কয়েক মাস আগে আসামে নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা। ক্ষমতায় এসেই রাজ্যের বিভিন্ন অঞ্চলে উচ্ছেদ অভিযান চালু করেছেন তিনি। অভিযোগ, উচ্ছেদের নামে সংখ্যালঘু মুসলিম এবং বাঙালিদের উপর আক্রমণের নতুন কৌশল নিয়েছেন তিনি। যদিও সরকারপক্ষ তা মানতে নারাজ। বৃহস্পতিবার রাজ্যের দারাং অঞ্চলে তেমনই এক উচ্ছেদ অভিযানে যায় পুলিশ। উচ্ছেদ ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পুলিশের গুলিতে দুইজনের প্রাণ যায়। ঘটনার যে ফুটেজ সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, হাতে ক্যামেরা নেওয়া সিভিল পোশাকের এক ব্যক্তি গুলি লাগা সাধারণ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ছে। পরে অবশ্য ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

এর আগে হাতি দিয়ে উচ্ছেদ অভিযান চালিয়ে বিতর্কের শিরোনামে এসেছিল আসাম সরকার। হাতি গুড়িয়ে দিয়েছিল গ্রামের বাড়ি। বৃহস্পতিবার দিরাংয়েও রীতিমতো অস্ত্রশস্ত্র নিয়ে উচ্ছেদ অভিযানে নামে পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর এলাকার মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশের দাবি, বিক্ষোভকারীদের সঙ্গে অস্ত্র ছিল। তাদের হাতে আগ্নেয়াস্ত্রও ছিল। যদিও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, বিক্ষোভকারীদের হাতে লাঠি এবং পাথর ছিল। পুলিশ জানিয়েছে, প্রথমে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে শূন্যে গুলি চালানো হয়। কাঁদানে গ্যাসের শেলও ফাটানো হয়। কিন্তু বিক্ষোভকারীরা পাল্টা পুলিশের উপর আক্রমণ চালায়। ফলে বাধ্য হয়েই গুলি চালাতে হয়। তাতেই দুইজনের মৃত্যু হয়।

পুলিশ এ কথা বললেও, সংবাদমাধ্যমের হাতে যে ভিডিও পৌঁছেছে, তাতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি লাঠি হাতে পালানোর চেষ্টা করছিল। পুলিশ তার বুক লক্ষ্য করে গুলি চালায়। ওই ব্যক্তি পড়ে গেলে তার উপর বেশ কয়েকজন পুলিশ তুমুল লাঠিচার্জ করে। তার ভিতরেই ঢুকে পড়ে এক ফোটোগ্রাফার। ওই ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়ে ওই ফোটোগ্রাফার। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ওই ফোটোগ্রাফার পুলিশের সঙ্গেই ঘুরছিল এবং উচ্ছেদের ছবি তুলছিল। গ্রামবাসীরা তাকেও তাড়া করেছিল। পরে ওই ফোটোগ্রাফারকে গ্রেপ্তার করা হয়। মৃত যে দুই ব্যক্তির নাম পুলিশ ঘোষণা করেছে, তারা হলেন, সাদ্দাম হুসেন এবং শেখ ফরিদ। যে ব্যক্তির ভিডিও ভাইরাল হয়েছে, এই দুইজনের মধ্যে তিনিও আছেন কি না, তা এখনো স্পষ্ট নয়। এক এএসআই পদমর্যাদার পুলিশ অফিসার সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বলে পুলিশ জানিয়েছে। গোটা ঘটনার তদন্ত করবেন হাইকোর্টের এক অবসরপ্রাপ্ত বিচারপতি।

অসমীয়া প্রতিদিনের দিল্লি ব্যুরোর প্রধান আশিস চক্রবর্তীর বক্তব্য, ''একের পর এক উচ্ছেদ অভিযানে এভাবেই বিদ্বেষ ছড়াচ্ছে পুলিশ এবং প্রশাসন। মুসলিম এবং বাংলাভাষীদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো হচ্ছে। সরকার তা সমর্থন করছে। বৃহস্পতিবারের ঘটনার পরেও মুখ্যমন্ত্রী তার সমালোচনা করেননি। কারণ, সমস্ত পরিকল্পনা স্বয়ং মুখ্যমন্ত্রীর।'' পুলিশ কেন বুক লক্ষ্য করে গুলি চালালো, সে প্রশ্নও তিনি তুলেছেন।

আসামের সাংবাদিক এবং বরাক বুলেটিনের অন্যতম প্রধান অনির্বাণ রায়চৌধুরী ডিডাব্লিউকে জানিয়েছেন, ''মুসলিম বিদ্বেষের কদর্য প্রকাশ এদিনের ঘটনা। যেভাবে পুলিশ গুলি চালিয়েছে, যেভাবে নিহত ব্যক্তির উপর আক্রমণ হয়েছে, তা ভাষায় ব্যাখ্যা করা যায় না। ৪৮০টি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। অথচ তাদের থাকার কোনো জায়গা নেই। কার্যত অনাহারে দিন কাটাচ্ছে তারা। মুখ্যমন্ত্রীর টুইট দেখে মনে হচ্ছে, তিনি আনন্দিত।''

ডয়চে ভেলের দিল্লি প্রতিনিধি স্যমন্তক ঘোষ
স্যমন্তক ঘোষ ডয়চে ভেলে, দিল্লি ব্যুরো