1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রবির বিয়ে বেভারলিতে কনের নাম আইডা

৯ আগস্ট ২০১০

অবশেষে সত্যিই বিয়ে করলেন রবি উইলিয়ামস৷ জাঁকজমক, কড়া নিরাপত্তা, বিশাল আয়োজন, বিয়ে হল লস অ্যাঞ্জেলসের প্রাসাদে৷ পাত্রী মার্কিন অভিনেত্রী এবং মডেল আইডা ফিল্ড৷

https://p.dw.com/p/OfAH
ব্রিটিশ গায়ক রবি উইলিয়ামস বিয়ে করলেন মার্কিন অভিনেত্রী আইডা ফিল্ডকেছবি: Eventpress Herrmann

ব্রিটিশ পপস্টার রবির বয়স এখন ছত্রিশ চলছে৷ আর যে সোনালি চুল নীলনয়না সুন্দরীকে অবশেষে রবি বিয়ে করলেন, সেই আইডা ফিল্ডের মেরেকেটে একত্রিশে পা৷ বেভারলি হিলসের প্রাসাদে বিয়ে হল শুধুই পরিবারের লোকজন আর বাছা বাছা কয়েকজন নিমন্ত্রিতের সামনে৷ মাথার ওপর মিডিয়ার হেলিকপ্টার চক্বর কেটেছে সারাক্ষণ৷ ঢুকতে দেওয়া হয়নি কোন মিডিয়াকে৷ শুধু ‘হ্যালো' পত্রিকা ছাড়া৷ কারণ কয়েক মিলিয়ন ডলারে তারা বিয়ের যাবতীয় মিডিয়া স্বত্ত্ব কিনে নিয়েছে৷

খুব ঘটাপটা করেই বিয়ে করেছেন রবি৷ বছর তিনেক এক ছাদের নিচে বাস করলেও আইডাকে বিয়ে করা নিয়ে প্রথমে বাড়ির লোকের মত ছিল না৷ কিন্তু ক'দিন আগেই একটা লাইভ যুগল রেডিও সাক্ষাত্কারে আইডার পানিগ্রহণ করতে চেয়ে আব্দার করে বসেন রবি৷ মজা করেই৷ সেখানেই দুনিয়াখ্যাত এই ব্রিটিশ পপস্টার জানান, আইডাকে দেখার আগে আমার চিরদিন বিয়ে না করার সঙ্কল্প ছিল৷ ওকে দেখেই বুঝেছি, ভালোবাসা কী হতে পারে!

এর আগেও বার কয়েক ভালোবাসার সমস্যা হয়ে গেছে রবির জীবনে৷ সুন্দরী মডেল ব়্যাচেল হান্টারের সঙ্গে একদা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল রবির৷ আরেকবার নামী গায়িকা নিকোলে অ্যাপলটনের সঙ্গে বাগদান বা এনগেজমেন্ট পর্যন্ত এগিয়েও বিয়েটা শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি৷

তবে, এবার আর বিয়ে ফস্কায় নি অবশ্যি৷ বিয়ে হয়ে যাওয়ার পর পপস্টারের প্রতিক্রিয়া যদিও এখনই জানা যাচ্ছে না, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব সে খবরও বেরিয়ে আসবে মিডিয়ার কল্যাণে৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: জাহিদুল হক