1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রহস্যময় আফগানিস্তান আর জেরবার অ্যামেরিকা

২৭ জুন ২০১০

রহস্যময় এক যুদ্ধস্থল আফগানিস্তান যাকে নিয়ে অ্যামেরিকা জেরবার৷ ভারতে কালো রং সাদা করার নানা কসমেটিক উপকরণের রমরমা ব্যবসা৷ জার্মান পত্রিকায় দক্ষিণ এশিয়ার খবরাখবর৷

https://p.dw.com/p/O4P4
ছবি: AP

রহস্যময় এক যুদ্ধস্থল আফগানিস্তান এমন এক দেশ যার রাজনৈতিক মেকানিজমটা বাইরে থেকে বোঝা দূরূহ এবং যার উপর প্রভাব খাটানো প্রায় অসম্ভব, মনে করে দৈনিক ‘স্যুদডয়চে সাইটুং'৷ মিউনিখ থেকে প্রকাশিত এই জার্মান দৈনিক লিখছে: আফগানিস্তান নিয়ে বিশেষ সমস্যা ভোগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ অ্যামেরিকা সোভিয়েত দখলদারির সময় এবং তারপর এই দেশটিকে ভূরাজনৈতিক কৌশলের এক গুরুত্বপূর্ণ চাবিকাঠি হিসেবেই দেখেছে৷ আফগানিস্তান তাদের কাছে রুশ সম্প্রসারণবাদের বিরুদ্ধে প্রতিবন্ধক, ভারত-পাকিস্তান সংঘাত-পীড়িত উপমহাদেশে সেতুবন্ধ ও স্থিতিস্থাপক, জ্বালানি সমৃদ্ধ মধ্য এশিয়ায় প্রবেশাধিকার পাওয়ার এক অগ্রবর্তী ঘাঁটি এবং সংশ্লিষ্ট অঞ্চলে চীনের সব রকমের আধিপত্যবাদী বাসনা সম্পর্কে নিজেদের সতর্ক রাখার জায়গা৷ এই সব লক্ষ্য অর্জন করা যেতে পারে৷ কিন্তু তার আগে সবচেয়ে কঠিন কাজটি সম্পন্ন করতে হবে৷ এবং তা হল আফগানিস্তানকে নির্ভরযোগ্য করা, ঐ দেশে স্থিতি গড়ে তোলা৷ এ পর্যন্ত কোন বিদেশি শক্তিই সে-কাজে সফল হতে পারে নি৷ মার্কিন যুক্তরাষ্ট্রও এই কাজের ব্যাপকতাটাকে লঘু করে দেখেছে৷

Body Shop Filiale in Frankfurt
ফর্সা হওয়ার দাওয়াই কী শিশি বোতলে মেলেছবি: AP

ভারত সহ উপমহাদেশের দেশগুলিতে যে মেয়ের রং ফর্সা তাকেই সুন্দরী বলে ধরা হয়ে থাকে, মন্তব্য করেছে সুইজারল্যান্ডের জার্মানভাষী দৈনিক ‘নয় স্যুরশার সাইটুং'৷ মুখ আর শরীরের রং উজ্জ্বল করার নানা কসমেটিক উপকরণ তাই উপমহাদেশে খুবই জনপ্রিয়৷ জনমত সমীক্ষা থেকে জানা যায়, আর্থিক সঙ্গতি আছে এমন ভারতীয় নারীদের ৯০ শতাংশই আজ ব্যবহার করেন মুখ আর দেহের রং ফর্সা করার নানাবিধ ক্রিম, তেল, টনিক ও আরও অনেক কিছু৷ নয় স্যুরশার সাইটুং লিখছে: ভারতে দেহের রং ময়লা যাদের তারা প্রতিদিন বৈষম্যের শিকার হয়ে থাকে৷ শুধু মেয়েরা নয়, পুরুষরাও৷ ফর্সা রং যাদের তারা বেশি সম্মান পায়, চাকরি পেয়ে যায় সহজে এবং বিয়েও হয় তাদের সহজে৷ ভারতের পত্রপত্রিকার ‘পাত্র বা পাত্রী চাই' বিজ্ঞাপনগুলোর উপর একবার চোখ বুলালেই বোঝা যাবে যে, জাতপাতের পাশাপাশি গায়ের রং জীবন সঙ্গী বা সঙ্গিনী খুঁজে পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাপকাঠি৷

প্রতিবেদন: আবদুল্লাহ আল ফারূক

সম্পাদনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

: