1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাখাইনে সেনাবাহিনীর গুলিতে ছয়জন নিহত

২ মে ২০১৯

মিয়ানমারের রাখাইনে বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর গুলিতে ছয়জন নিহত হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জ মিন তান৷ এছাড়া আহত হয়েছেন আটজন৷

https://p.dw.com/p/3HpAt
ছবি: Getty Images/AFP

রাখাইনেরউত্তরাঞ্চলের ব়াথেডাউং শহরের কিয়াউক তান গ্রামে এই ঘটনা ঘটে৷ রাখাইন রাজ্যে বসবাসকারী বৌদ্ধদের আরো স্বাধীনতার দাবিতে ‘আরাকান আর্মি' নামে একটি সংগঠন ঐ এলাকায় সক্রিয়৷ তাদের দমন করতে সম্প্রতি ঐ এলাকায় সেনাবাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে৷

স্থানীয় ও সামরিক সূত্রে এএফপি জানিয়েছে, সেনাসদস্যরা মঙ্গলবার কিয়াউক তান গ্রামে গিয়ে ১৫ থেকে ৫০ বছর বয়সি পুরুষদের ধরে নিয়ে একটি স্কুলে বন্দি করে রেখেছিল৷

তদন্তের স্বার্থে তাঁদের সেখানে রাখা হয় বলে জানিয়েছেন সেনা মুখপাত্র মিন তান৷ কিন্তু বৃহস্পতিবার সকালে একদল ব্যক্তি সেনাদের অস্ত্র লুট করতে চাইলে প্রথমে তাঁদের মৌখিকভাবে নিষিদ্ধ করা হয়, পরে সতর্ক করতে গুলি চালানো হয় বলে দাবি করেন তিনি৷ কিন্তু তাতেও কাজ না হওয়ায় তাঁদের ওপর গুলি চালানো হয় বলে জানিয়েছেন সেনা মুখপাত্র মিন তান৷

এদিকে স্থানীয় সাংসদ তিন মাউং উইন ঐ গ্রামে যেতে চাইলে সেনাবাহিনী তাঁকে সেখানে যেতে বাধা দেয় বলে জানিয়েছেন তিনি৷

তবে সেনা অভিযানের কারণে উত্তর রাখাইন থেকে পাওয়া তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব নয় বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম৷

জেডএইচ/এসিবি (এএফপি, রয়টার্স)

১২ ডিসেম্বরের ছবিঘরটি দেখুন...