1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাগ কমাতে যান ওসমানী উদ্যানে

৩ ফেব্রুয়ারি ২০১৮

আগামী ১২ থেকে ১৪ মাসের মধ্যে সেখানে একটি পার্ক গড়ে তোলার কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন৷ নগরবাসী তাঁদের রাগসহ বিভিন্ন চাপ কমাতে সেখানে যেতে পারবেন বলে জানিয়েছেন মেয়র সাঈদ খোকন৷

https://p.dw.com/p/2rz4v
ওসমানী উদ্যান
ছবি: DW/M.M. Rahman

গত সপ্তাহান্তে ‘গোস্বা নিবারণী পার্ক' তৈরির কাজ উদ্বোধন করেন তিনি৷ মেয়র বলেন, একসময় গ্রামে নদীর ধারে একটি জায়গা থাকত, যেখানে রাগ কমানোর জন্য গ্রামবাসীরা যেতেন৷ ‘‘সেই ঐতিহ্য অনেক আগে চলে গেছে৷ শহুরে জীবনে অনেক চাপ আছে৷ ফলে শহরবাসীরা সহজেই ধৈর্য্য হারিয়ে মানসিক চাপে পড়তে পারেন'' বলেন তিনি৷ ‘‘আপনার যদি স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়, তাহলে এই পার্কে এসে আরাম করতে পারবেন,'' উদ্বোধনী অনু্ষ্ঠানে উপস্থিতদের উদ্দেশে বলেন মেয়র সাঈদ খোকন৷

প্রায় ৩৮ একর এলাকা জুড়ে পার্কটি গড়ে তোলা হচ্ছে৷ খরচ হবে ৭০ লক্ষ ডলার৷ পার্কে লেক ছাড়াও থাকবে খাবারের দোকান, গান শোনার ব্যবস্থা ও একটি বড় স্ক্রিনের টেলিভিশন৷

রাগ কমানোর পার্ক তৈরির কাজ শুরুর খবরে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে৷ এক দল এই সংবাদকে স্বাগত জানিয়েছেন৷ তবে অন্যদের আশঙ্কা, ভবিষ্যতে হয়ত এই পার্কের অবস্থা ঢাকার অন্য অনেক পার্কের মতো হতে পারে, যেখানে মাদকসেবী, যৌনকর্মী আর ছিঁচড়ে অপরাধীদের দৌরাত্ম থাকবে৷ ইফতেখার আলম ফেসবুকে লিখেছেন, ‘‘ভাল উদ্যোগ, যতক্ষণ পর্যন্ত না এটি যৌনকর্মী আর মাদকসেবীদের আস্তানা হয়ে ওঠে৷''

জেডএইচ/ডিজি (এএফপি, এপি)

এ বিষয়ে আপনার কিছু বলার থাকলে লিখুন নীচে মন্তব্যের ঘরে৷ 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য