1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজধানীতে পুলিশের ওপর জঙ্গি হামলা

২৪ মে ২০১০

শহীদ আহসান উল্লাহ মাস্টার ফ্লাইওভার উদ্বোধন, বাংলাদেশি তরুণের এভারেস্ট জয়, চট্টগ্রামে নির্বাচনের হাওয়াসহ পিরোজপুরে স্কুলছাত্রীর আত্মহত্যার খবরগুলো বিশেষ ভাবে জায়গা করে নিয়েছে আজ ঢাকা থেকে প্রকাশিত সংবাদ মাধ্যমের পাতায়৷

https://p.dw.com/p/NVTi
ফাইল ছবিছবি: DW

রাজধানীর কদমতলীতে রবিবার রাতে পুলিশের ওপর জঙ্গি হামলার ঘটনা ঘটেছে৷ দৈনিক ইত্তেফাক, সমকাল, কালের কণ্ঠ সহ প্রায় সব পত্রিকার প্রথম পাতায় জায়গা পেয়েছে খবরটি৷ এতে বলা হচ্ছে, পুলিশ জঙ্গি সদস্যদের গ্রেফতার করতে গেলে এ বোমা হামলার ঘটনা ঘটে৷ এতে ৭ পুলিশ গুরুতর আহত হয়েছে৷ বোমা ছুঁড়ে মারার সময় একটি বোমা এক জঙ্গি সদস্যের হাতে বিস্ফোরিত হয়৷ এতে ঐ জঙ্গি সদস্যের ডান হাত উড়ে গেছে৷ পুলিশ ঐ জঙ্গি সদস্যকে গ্রেফতার করেছে৷ এদিকে, বোমা হামলার সময় ঐ বাড়িতে আরো ৪/৫ জন জঙ্গি সদস্য অবস্থান করছিল৷ তারা পুলিশের ওপর বোমা হামলা চালিয়ে পালিয়ে যায়৷ তাদেরকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযানে নেমেছে৷

বাংলাদেশি সাংবাদিক মুসা ইব্রাহিমের এভারেস্ট জয়

Musa Ibrahim
এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহিম (ফাইল ছবি)ছবি: NACB

প্রথমবারের মতো এভারেস্ট জয় করেছেন বাংলাদেশি সাংবাদিক মুসা ইব্রাহিম৷ রবিবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৪৫ মিনিটে এভারেস্ট জয় করে ইতিহাস গড়লেন তিনি৷ একজন বাংলাদেশির এই সাফল্যের খবরটিই দৈনিক প্রথম আলো, যুগান্তর, সমকাল, দি ডেইলি স্টারসহ প্রায় সব পত্রিকার প্রথম পাতায় জায়গা করে নিয়েছে৷ খবরে বলা হয়েছে, মুসা ইব্রাহিমের ট্যুর আয়োজক সংস্থা হিমালয়ান গাইড তার এভারেস্ট চূড়ায় ওঠার খবর নিশ্চিত করেছে৷ নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সদস্য ও ডেইলি স্টারের সাংবাদিক মুসা ইব্রাহিম এভারেস্টে সাগরতল থেকে ২৯ হাজার ৩৫ ফুট উচ্চতায় বাংলাদেশের পতাকা উড়িয়েছেন৷

মুন্সীগঞ্জে বিএনপির ডাকে হরতাল পালনের খবর

মুন্সীগঞ্জ জেলা বিএনপির ডাকা রবিবারের হরতালের খবরটি স্থান পেয়েছে বার্তাসংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, দৈনিক যুগান্তর, যায়যায়দিন, জনকণ্ঠসহ বেশ কয়েকটি গণমাধ্যমে৷ তবে হরতাল পালন কতটুকু হয়েছে এ ব্যাপারে ভিন্নতা দেখা গেছে খবরগুলোতে৷ যুগান্তরের খবরে বলা হয়েছে, হরতাল চলাকালে রিকশা, ভ্যানসহ হালকা যানবাহন ছাড়া কোন ধরনের ভারি যানবাহন চলাচল করেনি, দোকানপাট বন্ধ ছিল৷ সকাল থেকে ঢাকার সঙ্গে মুন্সীগঞ্জের সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, বাস-ট্রাক-অটোরিকশা চলাচল করেনি৷ তবে টঙ্গীবাড়ি বাজারে অধিকাংশ দোকানপাট খোলা ছিল৷ তবে জনকণ্ঠের খবরে বলা হচ্ছে, রবিবার মুন্সীগঞ্জে হরতালে জীবনযাত্রা ছিল স্বাভাবিক৷ উল্লেখ্য, ১৯ মে ঢাকার পল্টনে বিএনপির মহাসমাবেশে যাওয়ার পথে যুবদল নেতা আকবর হোসেন নিহত হওয়ার প্রতিবাদে মুন্সীগঞ্জ জেলা বিএনপি সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়৷

গ্রন্থনা: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী