1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজনৈতিক সমর্থন পাচ্ছে না বাংলাদেশি জঙ্গিরা

৯ মে ২০১১

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান সম্ভব নয় বলে মনে করেন শাসক দল আওয়ামী লীগের সংসদ সদস্য এবং সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. ইসরাফিল আলম৷

https://p.dw.com/p/11BoR
সন্দেহজনক এক জঙ্গিকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশছবি: AP

তিনি ডয়চে ভেলেকে জানান, অতীতে বাংলাদেশে জঙ্গিবাদ সরকার তথা রাষ্ট্রের মদত পেয়েছে৷ তাই অনেক জঙ্গি হামলার ঘটনা ঘটেছে৷

ইসরাফিল আলম এমপি জানান, দেশে যে জঙ্গিবাদী তৎপরতা একদম নেই তা নয়৷ তবে কমে এসেছে৷ বিএনপি ক্ষমতায় থাকাকালে তাদের আশ্রয় প্রশ্রয় দিয়েছে৷ তাদের পৃষ্ঠপোষকতা করছে৷ তাই দেশে গ্রেনেড ও বোমা হামলার অনেক ঘটনা ঘটেছে৷ শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে৷ হত্যা করা হয়েছে বিচারকদের৷

তিনি বলেন, বাংলাদেশের মানুষ ঐতিহ্যগতভাবে জঙ্গিবাদ এবং মৌলবাদ বিরোধী৷ এ কারণেই তারা কখনো জনসমর্থন পায়না৷ আর যদি সরকার তাদের কোন সুযোগ না দেয় তাহলে তাদের মাথাচাড়া দিয়ে ওঠার কোন সুযোগ থাকেনা৷ তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার জঙ্গিবাদ বিরোধী৷ তাই বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর তাদের তৎপরতাও আর আগের মত নেই৷

ইসরাফিল আলম বলেন, তারপরও জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষকে সচেতন করে তুলতে হবে৷ কিন্তু রাজনৈতিক প্রশ্রয় বন্ধ করতে হবে সবার আগে৷

প্রতিবেদন : হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়