1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজপথ ছাড়ছে না মুবারক বিরোধীরা, নিহত ৪

৩ ফেব্রুয়ারি ২০১১

মিশরে সরকারপন্থী ও বিরোধীদের মধ্যে সহিংসতায় প্রাণ হারিয়েছে চারজন৷ বৃহস্পতিবার সকাল থেকে কায়রোতে গোলাগুলি চলছে বলেও খবর পাওয়া গেছে৷ এদিকে সংঘর্ষ সত্ত্বেও রাস্তা ছাড়তে রাজি নয় বিরোধীরা৷ তাহরির চত্বর ঘিরে অবস্থান তাদের৷

https://p.dw.com/p/109dB
মিশরে সহিংসতাছবি: picture-alliance/dpa

আবারো সহিংসতা

এতদিন মুবারক বিরোধী বিক্ষোভকারীদের কথা শোনা গেলেও, বুধবার হঠাৎই রাজপথে হাজির মুবারকের সমর্থকরা৷ কায়রোর রাস্তায় উট, ঘোড়ায় চড়ে বিরোধীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় মুবারকপন্থীরা৷ এসময় পাথর ছাড়াও মলটভ বোমা এবং পেট্রোল বোমা ব্যবহার করেছে সংঘর্ষে লিপ্তরা৷ কয়েক ঘণ্টা স্থায়ী এই সংঘর্ষে প্রাণ হারায় কমপক্ষে চারজন৷ আল-জাজিরার দাবি, সর্বশেষ সহিংসতায় আহত হয়েছে কমপক্ষে দেড় হাজার৷ মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে একজন সেনা রয়েছেন৷ তিনি একটি সেতুর উপর থেকে পড়ে প্রাণ হারান৷ বাকি নিহতরা মুবারক পন্থী নাকি বিরোধী তা এখনো জানা যায়নি৷

সহিংসতার শুরু যেভাবে

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সরকার বিরোধী বিক্ষোভকারী জাকারিয়া দাবি করেন, মুবারক পন্থীরাই সংঘর্ষের সূত্রপাত করে৷ তিনি বলেন, তারা আমাদের দিকে পাথর ছোড়া শুরু করে৷ এদিকে, জার্মান বার্তা সংস্থা ডিপিএ জানিয়েছে, অভিযোগ উঠেছে মুবারক পন্থীরা আসলে সাদা পোশাকে নিরাপত্তা বাহিনীর সদস্য৷ বিক্ষোভকারীদেরও দাবি, মুবারকের সমর্থকরা কার্যত পয়সার বিনিময়ে রাস্তায় নেমেছে৷ তাদের উদ্দেশ্য বিরোধীদের রাস্তা থেকে সরানো৷ এদিকে, বুধবার বিশৃঙ্খল জনতাকে হটাতে ফাঁকা গুলি ছোড়ে সেনারা৷

Flash Proteste in Ägypten gegen Mubarak Regime
মিশরে বিক্ষোভ আবারো সহিংস রূপ নিয়েছে (ফাইল ফটো)ছবি: dapd

ঘরে ফেরার আহ্বান

সেনাবাহিনী বিক্ষোভকারীদের ঘরে ফিরে যেতে নির্দেশ দিয়েছেন৷ মিশরের ভাইস প্রেসিডেন্ট ওমর সুলাইমানও বিক্ষোভকারীদেরকে কারফিউ মান্য করে ঘরে ফিরে যেতে অনুরোধ করেছেন৷

দাবি একটাই, পদত্যাগ

বৃহস্পতিবার সকাল পর্যন্ত যা খবর, তাতে কায়রোর তাহরির চত্বর ঘিরেই অবস্থান করছে মুবারক বিরোধীরা৷ তাদের দাবি একটাই, মুবারক পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে৷ তাছাড়া শুধু কায়রো নয় আলেকজান্দ্রিয়া শহরেও মুবারক পন্থী ও বিরোধীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে৷ বিক্ষোভকারীদের হটাতে চোরাগোপ্তা হামলা অব্যাহত রেখেছে মুবারক পন্থীরা৷ শোনা যাচ্ছে গুলির শব্দ৷

আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া

আন্তর্জাতিক মহল মিশরে সর্বশেষ সহিংসতায় তীব্র নিন্দা জ্ঞাপন করেছে৷ মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, মিশরে যত দ্রুত অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে, ততই মঙ্গল৷ জাতিসংঘ মহাসচিব বান কি মুন এই প্রসঙ্গে বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভরতদের উপর যেকোন ধরনের হামলা অগ্রহণযোগ্য এবং আমি এর তীব্র নিন্দা জানাই৷

উল্লেখ্য, জাতিসংঘের হিসাবে মিশরে সরকারবিরোধী আন্দোলনে এখন পর্যন্ত মোট ৩০০ ব্যক্তি প্রাণ হারিয়েছে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান