1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজপথ থেকে আলোচনার টেবিলে মিশরের সংকট

৬ ফেব্রুয়ারি ২০১১

মুবারক বিরোধী বিক্ষোভের ১৩তম দিনে পরিস্থিতি কিছুটা উন্নতির পথে৷ অনেকটা সমঝোতা আলোচনার দিকেই মোড় নিয়েছে আন্দোলন৷ তবে অবনতির আশঙ্কাও বিস্তর৷ চরমপন্থী গোষ্ঠী যেন ক্ষমতা দখল করতে না পারে এ ব্যাপারে সতর্ক করে দিয়েছে জার্মানি৷

https://p.dw.com/p/10Bgi
Egyptian, Vice, President, Omar, Suleiman, meeting, leaders, parties, Muslim, brotherhood, Cairo, Egypt, সমঝোতা, টেবিলে, মুবারক, সমর্থক, বিরোধী,
সমঝোতার টেবিলে মুবারক সমর্থক ও বিরোধী পক্ষছবি: dapd

রাজধানীসহ মিশরের রাজপথের পরিস্থিতি

প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতদ্যাগের দাবিতে শুরু হওয়া আন্দোলন কিছুটা ভিন্ন চেহারা নিয়েছে ১৩তম দিনে৷ রবিবার প্রধান স্কোয়্যারে জনতার উপস্থিতি থাকলেও তা ছিল বেশ শান্তিপূর্ণ৷ স্লোগানে কিছুটা পরিবর্তন৷ দেখা গেছে, অনেকটা বিজয়ের ছোঁয়া৷ আবার চলমান আন্দোলনে আহত ও নিহতদের জন্য শান্তি কামনা৷ মূলত মুবারক সমর্থক ও বিরোধী পক্ষ সমঝোতার টেবিলে ফিরে আসায় আন্দোলনের ধারায় এই পরিবর্তন দেখা গেছে আজ৷

ফলে স্বল্পহারে হলেও মানুষ নিজেদের কাজে ফিরতে শুরু করেছে৷ প্রায় এক সপ্তাহ বন্ধ থাকার পর আবারও লেনদেন শুরু করেছে মিশরের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো৷ তবুও মুবারকের অপসারণ ছাড়া যে রাজপথ পুরোপুরি ফাঁকা হবে না তা বেশ স্পষ্ট৷ তাই রবিবার নগরীর স্বাভাবিক কাজকর্ম নিরাপদ করতে সেনা টহল বাড়ানো হয়েছে৷ প্রধান প্রধান মোড় ও সড়কে আরো বেশি করে নামানো হয়েছে সাঁজোয়া যান৷

মুসলিম ব্রাদারহুড গোষ্ঠীকে নিয়ে উৎকণ্ঠা

এদিকে, আরব দেশসমূহে গণতন্ত্রের জন্য আন্দোলনের পক্ষেই অবস্থান পশ্চিমা বিশ্বের৷ তবে গণতন্ত্রের জন্য এই আন্দোলনের সুযোগ নিয়ে কোন দেশের ক্ষমতায় যেন চরমপন্থী গোষ্ঠী দখলদারিত্ব প্রতিষ্ঠা করতে না পারে তা নিয়েও দুশ্চিন্তা কম নয়৷ বিশেষ করে মিশরে মুসলিম ব্রাদারহুড তথা ইখওয়ানুল মুসলিমিন গোষ্ঠীকে নিয়েই উৎকণ্ঠা সবচেয়ে বেশি৷ সেখানে ১৩ দিনের বিক্ষোভের প্রেক্ষিতে একটা সমঝোতা আলোচনার সুযোগ তৈরি হয়েছে৷ মুবারকের সমর্থক এবং বিরোধী পক্ষ রাজপথ ছেড়ে আলোচনার টেবিলে ফিরেছেন৷ কিন্তু একইসাথে টেবিল হাজির আন্তর্জাতিক মহলের কাছে চরমপন্থী হিসেবে পরিচিত ব্রাদারহুড নেতারাও৷ বৈঠকে দেশের সংবিধান সংশোধনে একটি বিশেষ পরিষদ গঠনের ব্যাপারে ঐকমত্য হয়েছে বলে খবরে প্রকাশ৷

NO FLASH Ägypten Mohamed El Baradei
সোচ্চার বিরোধী নেতা মোহাম্মেদ এল বারাদেইছবি: picture-alliance/dpa

আলোচনা বৈঠকে ব্রাদারহুডের উপস্থিতি নিয়ে প্রতিক্রিয়া

তাই রবিবার জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলের সতর্ক সংকেত, ‘‘আমরা চাই গণতন্ত্রপন্থীরা তাদের স্বার্থের কথা বলুক৷ কিন্তু আমরা চাই না যে, চরমপন্থীরা এই সুযোগে তাদের অসহিষ্ণু মতাদর্শ ও প্রস্তাব সামনে নিয়ে হাজির হোক৷'' মিউনিখে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে তিনি আরো বলেন, মিশরে গণতন্ত্র প্রক্রিয়ার বিকাশ দেখতে চায় আন্তর্জাতিক মহল৷ কিন্তু বিষয়টি যেন এমন না হয় যে, বিদেশি গোষ্ঠী জোর করে তা বাস্তবায়ন করবে৷ ভেস্টারভেলের ভাষায়, ‘‘মিশরের মানুষরা নিজেরাই সিদ্ধান্ত নিক যে কে তাদের শাসনব্যবস্থায় বসবে৷ এক্ষেত্রে আমরা তাদের সহযোগিতা করতে পারি এবং গণতন্ত্রপন্থীদের পরামর্শ দিতে পারি কিন্তু এর বেশি কিছু নয়৷''

অবশ্য, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন মিশরের সংকট সমাধানে রাজনৈতিক সংলাপে মুসলিম ব্রাদারহুডের অংশগ্রহণকে সতর্কতার সাথে স্বাগত জানিয়েছেন৷ একইসাথে সেখানকার ঘটনার অগ্রগতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন বলেও তিনি উল্লেখ করেন৷ রবিবার তুরস্কের প্রধানমন্ত্রী রেচেপ তায়েপ এর্দোয়ানও মিশরে দ্রুত গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রবর্তনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান