1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজশাহী এবং রংপুর বিভাগে পৌর নির্বাচন চলছে

১২ জানুয়ারি ২০১১

দেশে পৌর নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে৷ বুধবার ভোট হচ্ছে রাজশাহী এবং রংপুর বিভাগের পৌরসভাগুলোতে৷ চার দফায় এ নির্বাচন শেষ হবে ১৮ই জানুযারি৷

https://p.dw.com/p/zwVA
Polls, Bangladesh, Election, Voting, polling, centres, রাজশাহী, রংপুর, বিভাগ, পৌর, নির্বাচন,
ফাইল ছবিছবি: Mustafiz Mamun

সকাল ৮টা থেকে রাজশাহী ও রংপুর বিভাগের ৭২টি পৌর এলাকায় ভোট গ্রহণ শুরু হয়েছে৷ ভোট নেয়া হবে একটানা বিকেল ৪টা পর্যন্ত৷ এই দুই বিভাগে মেয়র এবং কাউন্সিলর পদে ৪ হাজার ৪২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন৷

বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে খুলনা এবং বরিশাল বিভাগের পৌর নির্বাচন৷ ঢাকা বিভাগে ১৭ই জানুয়ারি এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগে ১৮ই জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে৷

চার দফায় দেশের মোট ২৪৩টি পৌর এলাকার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে৷ ঝুকিপূর্ণ ৬৫টি পৌর এলাকায় সেনা মেতায়েন করছে নির্বাচন কমিশন৷ নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেছেন, কোন কেন্দ্রে গোলযোগ হলে সেই কেন্দ্রের নির্বাচন বন্ধ করে দেওয়া হবে৷

রাজনৈতিক দলের ব্যানারে না হলেও বাস্তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিরোধী দল বিএনপি দলীয়ভাবে প্রার্থী মনোনয়ন দিয়েছে৷ তাই সংসদ নির্বাচনের পর এই নির্বাচনই হল বড় দুই দলের মর্যাদার লড়াই৷ জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ ডয়চে ভেলেকে জানান, ‘‘এই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সবধরনের ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে সহায়তা করছে সরকার৷ সরকার চায় সবধরনের নির্বাচনই সুষ্ঠু ও নিরপেক্ষ হোক৷''

আর বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুক বলেন, সরকারের গত দুই বছরের ব্যর্থতা ঢাকতে এই নির্বাচনকে নিরপেক্ষ ও সুষ্ঠু হতে দেওয়া উচিত৷ আর তা না হলে সরকার পতনের আন্দোলন শুরু হবে৷

নির্বাচন পর্যবেক্ষক অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ ডয়চে ভেলেকে জানান, ‘‘পৌর নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক৷ নির্বাচন কমিশন নির্বাচনি পরিবেশ স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে৷ আর সবচেয়ে ভাল দিক হল কোন দল বা পক্ষ এই নির্বাচন বয়কট করেনি৷ সবাই অংশ নিচ্ছে৷''

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই