1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজস্থানকে হারিয়ে দিল চেন্নাই

৩ এপ্রিল ২০১০

ভারতের আইপিএল লিগের একটি ম্যাচে ‘চেন্নাই সুপার কিংস' ‘রাজস্থান রয়েলস'কে ২৩ রানে হারিয়ে দিয়েছে৷ ফলে চেন্নাই-এর সেমি ফাইনালে পৌঁছনোর আশা আরও বেড়ে গেল৷

https://p.dw.com/p/Mmfe
রাজস্থানের এই পরাজয় মালিক শিল্পা শেট্টির জন্য মোটেই সুখকর হতে পারে নাছবি: UNI

বলা যায় চেন্নাইয়ে অনুষ্ঠিত এই ম্যাচটি ছিল ব্যাটসম্যানদেরই দখলে৷ প্রথমে ব্যাট করতে নেমে ‘চেন্নাই সুপার কিংস' ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪৬ রান করে৷ খটখটে রোদের তাপ অগ্রাহ্য করে ‘চেন্নাই সুপার কিংস'এর অধিনায়ক এম বিজয় তাক লাগিয়ে দিয়েছেন৷ অ্যালবি মর্কেল ও বিজয়ের জুটি ১৫২ রান করে টুর্নামেন্টের রানসংখ্যার রেকর্ড ভাঙলেন৷ তাদের ৪ ও ৬ রানের ফুলঝুরিতে ম্যাচ জমে যায়৷ এর মধ্যে বিজয় করেছেন ১২৭ রান, মর্কেল ৬২৷

এই আক্রমণাত্মক খেলার মুখে ‘রাজস্থান রয়েলস' আর দাঁড়াতেই পারে নি৷ শেন ওয়ার্ন ও ইউসুফ পাঠান ব্যাট করতে নামার মাত্র ২ ওভারের মধ্যেই তাদের আবার প্যাভিলিয়নে ফেরত পাঠান বিজয়৷ তবে রাজস্থান দলের নমন ওঝা প্রায় সেঞ্চুরি করে ফেলেছিলেন৷ ৫৫ বলে ৯৪ রান করে তাঁকেও শেষ পর্যন্ত হাল ছাড়তে হয়৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন, সম্পাদনা: জাহিদুল হক