1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজ্জাকের ব্যাটের কাছে হার মানলো দক্ষিণ আফ্রিকা

১ নভেম্বর ২০১০

আনপ্রেডিক্টেবল পাকিস্তান, অনেকদিন ধরেই এই নামটির প্রতি সুবিচার করতে পারছিল না পাকিস্তানী খেলোয়াড়রা৷ কিন্তু রোববার আব্দুর রাজ্জাকের ব্যাট আবারও সেটি মনে করিয়ে দিল৷

https://p.dw.com/p/PvDC
Pakistan's cricketer Abdul Razzaq
আব্দুর রাজ্জাকের ব্যাটিংছবি: AP

বাংলায় একটি কথা আছে, পুরনো চাল ভাতে বাড়ে৷ রোববার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে অলরাউন্ডার আব্দুর রাজ্জাকের খেলা সেটি আবারও প্রমাণ করে ছাড়লো৷ প্রোটিয়াসদের ২৮৬ রানের জবাবে পাকিস্তানের স্কোর যখন ১৯ ওভারে ৭০, এবং তার বিনিময়ে চারটি উইকেট হাওয়া তখনও ক্রিজে আসেননি রাজ্জাক৷ একটু পর ১৩৬ রানে অধিনায়ক আফ্রিদির বিদায়ে রাজ্জাকের আগমন, তখন কেবল সম্মানজনক পরাজয় নিয়েই চিন্তা করছেন পাকিস্তানের সমর্থকরা৷

রাজ্জাক শুরুটাও করলেন মোটামুটি মেরে ধরে৷ হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন ৪৫ বলে৷ কিন্তু অন্যদিকে উইকেটের পতন ঘটছেই৷ শেষ চার ওভারে দরকার ৫৩৷ এরপর দক্ষিণ আফ্রিকা দেখল ব্যাটের ঝড় কাকে বলে৷ তিন ওভারে ৩৩, দুই ওভারে ২৫, শেষ ওভারে ১৪, এই ছিল শেষ ওভারগুলোতে পাকিস্তানের প্রয়োজনীয় রানের হিসাব ৷ এরপর এক বল বাকি থাকতেই প্রোটিয়াস খেলোয়াড়রা দেখলো রাজ্জাকের বিজয়োল্লাস৷ এক কথায় অবিশ্বাস্য, পাকিস্তানের শেষ ৬৫ রানের ৬৩ রান এসেছে এই ডানহাতি ব্যাটসম্যানের কাছ থেকে৷ আর ক্রিকেট বিশ্ব অনেকদিন পরে দেখলো আনপ্রেডিক্টেবল পাকিস্তানের পুরনো রুপ৷ আর একই সঙ্গে রাজ্জাকের ৭২ বলে করা ১০৯ রানের সেঞ্চুরির কাছে ম্লান হয়ে গেল দক্ষিণ আফ্রিকার ইনগ্রামের করার দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরিটি৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়