1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাতের অন্ধকারকে ক্যানভাসবন্দি করেন যে শিল্পী

১৩ মার্চ ২০২০

শহরে আলোর দূষণের কারণে রাতের অন্ধকার দেখার অভিজ্ঞতা বিরল হয়ে উঠছে৷ এক জার্মান শিল্পী শুধু রাতের নানা রূপ ক্যানভাসে ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷ বিশ্বের বিভিন্ন প্রান্তে রাতের অনবদ্য রূপ তাঁকে হাতছানি দিচ্ছে৷

https://p.dw.com/p/3ZLFr
DW Euromaxx - Silke Silkeborg
ছবি: DW

সিলকে সিলকেবর্গ রাতেইকাজ করেন৷ স্টুডিও নয়, তেলের বাতি, ক্যানভাস, রং ও সাজসরঞ্জাম নিয়ে তিনি প্রকৃতির কোলে, নির্জন কোনো জায়গায় গিয়ে রাতের ছবি আঁকেন৷ সবাই যখন ঘুমায়, তখনই তিনি সৃষ্টির কাজে মেতে ওঠেন৷ পরিস্থিতি ঠিক থাকলে সপ্তাহে তিন থেকে চারবার বেরিয়ে পড়েন তিনি৷ রাতের অন্ধকারের প্রতি এমন আকর্ষণ সম্পর্কে সিলকে বলেন, ‘‘কেন আমি রাতের ছবি আঁকি? এই প্রশ্ন প্রায়ই নিজের মনে জাগে৷ কিন্তু রাতের অভিজ্ঞতা দিনে একেবারেই সম্ভব নয়৷ দিনের বেলা যা কিছু দেখি, তার বেশিরভাগটাই আসলে বিচ্যুতি৷ রাতে স্পষ্ট কাঠামোর বদলে পরিবেশের অনেক বেশি স্তর আমার চোখে পড়ে৷ যেটুকু দেখতে পাই, তার তুলনায় অনেক বেশি দেখা সম্ভব৷ সে কারণে আমি শিল্পী হিসেবে নিজস্ব ব্যাখ্যা জুড়ে দিতে পারি৷''

চলতি রাতে তিনি লাইপসিশ শহরের উপকণ্ঠে লয়না কারখানার মোটিফ আঁকছেন৷ তাঁর মতে, লয়নার বিশাল বর্তমানে পাগলামিতে পরিণত হয়েছে৷ দেখলে মনে হবে উৎসব উপলক্ষ্যে আলো জ্বালানো হয়েছে৷

খুব কম জয়গায়ই রাতে সত্যি অন্ধকার পরিবেশ পাওয়া যায়৷ বৈদ্যুতিক বাতি আবিষ্কারের পর থেকে শহর ও কারখানা রাতকে আলোকিত রাখে৷ এই আলো দূষণের ফলে মানুষ ঠিকমতো ঘুমাতে পারে না এবং পোকামাকড় দিকনির্ণয় করতে পারে না৷ সিলকে সিলকেবর্গ বলেন, ‘‘আমার কাছে আলোর দূষণ দ্বৈত দ্যোতনা সৃষ্টি করে৷ কারণ শিল্পীর দৃষ্টিভঙ্গিতে এমন আলোর আকর্ষণ রয়েছে৷ অন্যদিকে যুক্তির নিরিখে জানি, এটা কত বড় বিপর্যয়৷''

সিলকে সিলকেবর্গ রাত ছাড়া অন্য কিছু আঁকার কথা ভাবতে পারেন না৷ তিনি আইসল্যান্ডে গিয়ে রাতের অন্ধকারে মেরুচ্ছটা আঁকতে চান৷ ইন্দোনেশিয়ায় সমুদ্রের আভাও তিনি ক্যানভাস-বন্দি করতে চান৷ আফ্রিকার ঘন অন্ধকারাচ্ছন্ন রাত ও দক্ষিণ অ্যামেরিকার আটাকামা মরুভূমির নক্ষত্রে ভরা রাতের আকাশও তাঁকে হাতছানি দেয়৷ তাঁর মতে, অন্ধকারের সব রূপ তুলে ধরতে হলে একটি জীবন মোটেই যথেষ্ট নয়৷

ডোরোটে গ্র্যুনার/এসবি 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য