1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাতের ঢাকায় পুরানো গাড়ির রমরমা

২০ জুলাই ২০১০

সাঁইথিয়ার রেল দুর্ঘটনা, সংবিধান সংশোধন নিয়ে দুইদিনের মধ্যে কমিটি আর ঢাকার রাস্তায় পুরানো গাড়ির রমরমা৷ বাংলাদেশের সংবাদপত্রগুলিতে আজকের মুখ্য খবর এইসবই৷

https://p.dw.com/p/OPWu
রেল দুর্ঘটনা,সংবিধান সংশোধন,বাংলাদেশ,সংবাদপত্র,রাজনৈতিক,Dhaka,Bangladesh,Ittefaq,ইত্তেফাক,মমতা, কালের কন্ঠ,বামফ্রন্ট,ঢাকা,নিহত,জামায়াতে ইসলামী,অধিবেশন,মোবাইল কোর্ট,ফাঁকি,ম্যাজিস্ট্রেট
পুরানো যানবাহন পথে নামছে রাতের রাজধানীতে (ফাইল ছবি)ছবি: picture-alliance/ dpa

সাঁইথিয়ার দুর্ঘটনা আর রাজনৈতিক চাপানউতোর

‘ইত্তেফাক', ‘কালের কণ্ঠ' থেকে শুরু করে প্রায় প্রত্যেকটি দৈনিকের প্রথম পাতায় আজ বেশ গুরুত্ব দিয়ে জায়গা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সাঁইথিয়া স্টেশনের ভয়াবহ রেল দুর্ঘটনার খবরটিকে৷ ইত্তেফাকের শীর্ষ শিরোনামেই রয়েছে এই খবর৷ বলা হয়েছে, ভারতের রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এই দুর্ঘটনা নাকি নাশকতার ফলেই ঘটেছে৷ কালের কণ্ঠ এবং ইত্তেফাক দুটি সংবাদপত্রই পশ্চিমবঙ্গের বেসরকারি সংবাদমাধ্যমগুলিকে উদ্ধৃত করে জানাচ্ছে, নিহতের সংখ্যা ৬৭৷ এই সংখ্যা আরও বাড়তে পারে৷ পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন বামফ্রন্টের সঙ্গে বিরোধী তৃণমূল নেত্রী তথা রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কোন্দল এই দুর্ঘটনার পর আরও প্রকট হয়ে উঠেছে বলে মন্তব্য করা হয়েছে৷ বামফ্রন্টের তরফ থেকে মমতার পদত্যাগের দাবিও উঠেছে৷ নিহতদের পরিবারবর্গকে এককালীন পাঁচ লক্ষ টাকা সাহায্য এবং রেলে চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

সংবিধান সংশোধনের লক্ষ্যে সংসদীয় কমিটি গড়া হবে দুইদিনের মধ্যে

আগামী দুই দিনের মধ্যে, সংসদের চলতি অধিবেশনেই গঠন করা হবে সংসদীয় কমিটি৷ প্রধান শিরোনামে রয়েছে এই খবরটিও৷ প্রধান বিরোধী দল বিএনপির কমিটিতে যুক্ত হওয়া অনিশ্চিত বলে জানাচ্ছে কালের কণ্ঠ এবং ডেলি স্টার৷ বলা হয়েছে, কমিটিতে বিএনপির প্রতিনিধির নাম চেয়ে বিরোধী দলের নেত্রীর কাছে চিঠি পাঠানো হয়েছে৷ কোনো সাড়া না পাওয়া গেলে তাদের ছাড়াই গঠন করা হবে কমিটি৷ বিএনপি থেকেও কমিটিতে না থাকার সিদ্ধান্তের কথা জানা গেছে৷ ওদিকে সংসদে প্রতিনিধিত্ব থাকলেও স্বাধীনতার বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর কোনো সদস্যকে এই কমিটিতে রাখা হচ্ছে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ৷ এ খবর বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম তাদের অনলাইন সংস্করণে জানিয়েছে চিফ হুইপকে উদ্ধৃত করে৷ চিফ হুইপ আরও জানিয়েছেন, জাতীয় সংসদের চলতি অধিবেশনের সম্ভাব্য শেষদিন অর্থাৎ আগামী বৃহস্পতিবারের মধ্যে কমিটি চূড়ান্ত করে সংসদের অনুমোদন নেওয়া হবে৷

মোবাইল আদালতকে ফাঁকি দিয়ে রাতভর ঢাকায় চলছে পুরানো গাড়ি

পুরোনো গাড়ির বিরুদ্ধে দিনভর মোবাইল কোর্টের অভিযান চলছে কিন্তু সারারাত রাজধানীর রাস্তায় অবাধে চলছে পুরানো গাড়ি৷ মোবাইল কোর্টকে ফাঁকি দিয়ে ২০ বছরের বেশি পুরোনো প্রায় সাড়ে ১৩ হাজার বাস-ট্রাকের অধিকাংশই রাতের ঢাকায় চলাচল করছে৷ সন্ধ্যার পর একসঙ্গে অসংখ্য পুরোনো গাড়ি রাস্তায় বের হওয়ায় নগরীর মোড়গুলো হয়ে উঠছে মারাত্মক ঝুঁকিপূর্ণ৷ দৈনিক ইত্তেফাক এই খবর দিয়ে আরও বলছে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটিএ-র হিসাব অনুযায়ী রাজধানীতে ২০ বছরের পুরোনো বাস ও ২৫ বছরের পুরোনো ট্রাক কিংবা কাভার্ডভ্যান আছে ১৩ হাজার ৭৭৮টি৷ অথচ পুরোনো যানবাহন তুলে দেওয়ার উদ্দেশ্যে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গত তিন দিনে আটক হয়েছে মাত্র ১১টি বাস আর মিনিবাস৷ পুরোনো গাড়ি উচ্ছেদ অভিযানে সমন্বয়কারী ঢাকা জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট অমিতাভ সরকার জানিয়েছেন, আতঙ্কের কারণে অভিযানের সময়ে বা রাজধানীতে দিনের বেলায় পুরানো গাড়ি চলাচল বন্ধ থাকছে ঠিকই তবে রাতে পুরোনো গাড়ি বের হচ্ছে এমন খবর রয়েছে কর্তৃপক্ষের কাছে৷

প্রতিবেদন : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : হোসাইন আব্দুল হাই