1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাশিয়ার বিমানে গুলি করে দক্ষিণ কোরিয়া

২৩ জুলাই ২০১৯

রাশিয়ান সামরিক বিমানে সতর্কীকরণ হামলা চালিয়েছে দক্ষিণ কোরিয়া৷ সিউলের দাবি, রাশিয়ার যুদ্ধবিমান দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় ঢুকে পড়েছিল৷ জাপানও তাদের সীমান্ত এলাকায় এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে৷

https://p.dw.com/p/3MaqM
Südkorea Luftwaffenstützpunkt Gwangju
ছবি: Reuters/Yonhap

কোরিয়ার পূর্ব উপকূলে ছোট্ট দ্বীপ দোকদো৷ দক্ষিণ কোরিয়া ও জাপান দু'দেশই এর মালিকানা দাবি করে৷ মঙ্গলবার সেই সীমান্ত এলাকা দিয়ে রাশিয়ার তিনটি বিমান ঢুকে পড়ে৷ এদের মধ্যে দু'টি টু-৯৫ বম্বার্স ও একটি  এ-৫০ বিমান৷

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, দেশের আকাশসীমায় ঢুকে পড়া রাশিয়ার তিনটি যুদ্ধবিমানকে সতর্ক করতে ৩৬০ রাউন্ড গুলি ছোঁড়া হয়েছে৷ সিউল বলেছে, তাদের একটি এফ-১৫ ও একটি এফ-১৬ বিমান সতর্কীকরণ গুলিবর্ষণ শুরু করে৷

বার্তা সংস্থাগুলো জানিয়েছে, প্রথমবার স্থানীয় সময় সকাল নয়টায় রাশিয়ার বিমানগুলো তিন মিনিটের জন্য ঢুকে আবার বেরিয়ে যায়৷ আধাঘন্টা পরে আবার ঢুকে রাশিয়ার বিমানগুলো৷ এ পর্যায়ে দুই দেশের বিমানগুলো এক কিলোমিটার দূরত্বে চলে আসে৷ তবে চার মিনিট সেখানে থেকে আবার চলে আসে৷

দেশটির জাতীয় নিরাপত্তা পরামর্শক চুং এউই-ইয়ং বলেছেন, ‘‘আমরা ঘটনাটি কাছ থেকে পর্যবেক্ষণ করছি এবং এমন কিছু আবারো ঘটলে আরো কঠোর পদক্ষেপ নেয়া হবে৷'' সিউলের এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ বক্তব্য প্রকাশ করেছে৷

এদিকে, দোকদো দ্বীপকে জাপান তাকেশিমা বলে সম্বোধন করে৷ তাদের প্রধান মন্ত্রিপরিষদ সচিব সংবাদ সম্মেলনে বলেন, ‘‘আমরা জানতে পেরেছি, রাশিয়ার বিমান একাধিকবার তাকেশিমার কাছে আমাদের আকাশসীমা অতিক্রম করেছে৷ আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছি৷''

তবে রাশিয়া এসব অভিযোগ অস্বীকার করেছে৷ তাদের বক্তব্য হলো, সিউল যাকে নিজেদের আকাশসীমা বলছে, তা মস্কো স্বীকৃতি দেয় না৷ এটা তাদের নিজেদের ‘বানানো আকাশসীমা'৷  

‘‘জাপান সাগরের ওপরে উন্মুক্ত আকাশে রাশিয়ার বিমান চলাচলে হস্তক্ষেপ এবারই প্রথম করেনি দক্ষিণ কোরিয়া'' বিবৃতিতে দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়৷ 

‘‘(তাদের অধিকারে) এমন ‘অঞ্চল' আন্তর্জাতিকভাবে  স্বীকৃত নয়৷''

রাশিয়ার দাবি, তাদের উদ্দেশ্য শত্রুতামূলক  ছিল না৷

জেডএ/কেএম (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য