1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাশিয়ায় স্থানীয় নির্বাচন চলছে

৮ সেপ্টেম্বর ২০১৯

বিভিন্ন আঞ্চলিক ও পৌরসভা নির্বাচন চলছে রাশিয়ায়৷ তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সবচেয়ে আগ্রহ মস্কোর নির্বাচন নিয়ে৷ নির্বাচনের আগ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী ও তাদের সমর্থকদের ওপর চলেছে নানা ধরনের দমনপীড়ন৷

https://p.dw.com/p/3PFLq
ছবি: Imago Images/TASS/S. Bobylev

মস্কোর পার্লামেন্টের ৪৫ সদস্যকে নির্বাচিত করার জন্য ভোট দিচ্ছেন ৭০ লাখেরও বেশি মানুষ৷ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের ইউনাইটেড রাশিয়া পার্টি বর্তমানে এই পার্লামেন্টের নিয়ন্ত্রণে রয়েছে৷

রোববারের ভোট রাশিয়ার ভবিষ্যত নির্ধারণ করে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা৷ সেই সঙ্গে তিন দশক ধরে ক্ষমতায় থাকা পুটিনের রাজনৈতিক ভবিষ্যত কোনদিকে এগোচ্ছে, সেটিরও একটি আন্দাজ পাওয়া যেতে পারে এই নির্বাচনের ফল থেকে৷

মস্কোর নির্বাচনে অবশ্য ইউনাইটেড রাশিয়া পার্টির পক্ষ থেকে কোনো প্রার্থীকে আনুষ্ঠানিক সমর্থন দেয়া হয়নি৷ তবে দলটির নেতারা স্বতন্ত্র অবস্থান থেকে লড়াই করছেন৷ ধারণা করা হচ্ছে ইউনাইটেড রাশিয়া পার্টির কমতে থাকা জনপ্রিয়তার কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে দলটি৷

ক্রেমলিন ও পুটিনের কঠোর সমালোচক আলেক্সি নাভালনি বিরোধীদের কতোটা একজোট করতে পারবেন, সেটির একটি পরীক্ষা হিসেবেও দেখা হচ্ছে এই নির্বাচনকে৷ ২০২১ সালে হতে যাওয়া জাতীয় নির্বাচনের আগে সম্ভাব্য ক্র্যাকডাউন কতোটা সামাল দিতে পারবেন তিনি, সেটিও প্রমাণ করতে হবে নাভালনিকে৷

মস্কোর নির্বাচনের আগে ভোটারদের ‘স্মার্ট' হওয়ার আহ্বান জানিয়েছেন নাভালনি৷ নিজে কোনো প্রার্থীকে সরাসরি সমর্থন না দিলেও ক্রেমলিনপন্থি প্রার্থীদের হারানোর যোগ্যতা আছে, এমন প্রার্থীদেরকেই কেবল ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি৷

বেশ কয়েকজন বিরোধী প্রার্থীকে নির্বাচনে নিষিদ্ধ করার প্রতিবাদে গত মাসে প্রায় ৫০ হাজার মানুষ সড়কে নেমে বিক্ষোভ করেন৷ এই বিক্ষোভকারীদের অনেকেই নাভালনির সমর্থক৷ তবে এসব আন্দোলনে পুলিশের আক্রমণাত্মক ভূমিকা ও নির্বিচার গ্রেপ্তারের সমালোচনা জানিয়ে আসছে আন্তর্জাতিক সম্প্রদায়৷

পুটিন অবশ্য সাফ জানিয়ে দিয়েছেন ফ্রান্সের প্যারিসে ইয়েলো ভেস্ট আন্দোলনের মতো কিছু রাশিয়ায় হতে দেয়া হবে না৷

এডিকে/এআই (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য