1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাস্তায় পাওয়া কুকুর ছানার ভিডিও ভাইরাল

১ ডিসেম্বর ২০১৭

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে কাজে যাচ্ছিলেন সার্জেন্ট লুইস৷ দেরি হওয়ায় নতুন এক পথে ছুটছিলেন তিনি৷ তখনই রাস্তার পাশে অস্বাভাবিক কিছু দৃষ্টিগোচর হয় তাঁর৷ কালো রঙের একটা আবর্জনার ব্যাগ গড়িয়ে গড়িয়ে হাঁটছে!

https://p.dw.com/p/2oaEN
ফাইল ছবিছবি: Colourbox

লুইসের মনে হয়েছিল, ভেতরে জীবিত কিছু একটা আছে৷ গাড়ি থামিয়ে ব্যাগের কাছে গেলেন তিনি৷ কৌতূহল নিয়ে ব্যাগের মুখটি খুললেন৷ কিন্তু ভেতরে যা দেখলেন, তাতে বিস্মিত হয়ে গেলেন তিনি৷ এ যে একটি কুকুর ছানা! ছল ছল চোখে লুইসের দিকে তাকিয়ে লেজ নাড়াচ্ছিল সেটি৷ কুকুর ছানাটি বেশ অসুস্থ ছিল৷ ছানাটির শরীরে মালিকের কোনো আলামত খুঁজে না পেয়ে তাকে নিজের বাড়িতেই নিয়ে গেলেন লুইস৷ ময়লার ব্যাগে কুড়িয়ে পাওয়া সেই কুকুরছানাটি খুব অল্প সময়ে বাড়ির সবার প্রিয় হয়ে গেল৷

তারপর? শুরু করলেন কুড়িয়ে পাওয়া সেই কুকুরছানার ভিডিও করতে৷


এ বছর অক্টোবরের ১ তারিখ তাঁরই করা ভিডিও প্রকাশ পায় ‘মাই পেটস’ নামে একটি ইউটিউব চ্যানেলে৷ সেই ভিডিওটি এখনও পর্যন্ত ১৬ লাখেরও বেশি মানুষ দেখেছেন৷ আর পশু-পাখির ভিডিও শেয়ারের জনপ্রিয় ফেসবুক পেজ ‘দোদো’-র মাধ্যমে প্রায় সাড়ে নয় হাজারেরও বেশিবার শেয়ার হয়েছে ভিডিওটি৷

এমএম/ডিজি