1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রিফাত হত্যার বিচারে মিন্নিসহ ১০ আসামি

১ জানুয়ারি ২০২০

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যার বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত৷ স্ত্রী মিন্নিসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে৷

https://p.dw.com/p/3VYtS
Bangladesch Barguna | Ayesha Akter Minni ist angeklagt ihren Ehemann umgebracht zu haben
ফাইল ফটোছবি: bdnews24

রিফাত হত্যায় শেষ পর্যন্ত স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ১০ আসামীর বিরুদ্ধে বিচার শুরু হয়েছে৷ বুধবার তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত৷  মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য আদালত ৮ জানুয়ারি পরবর্তী শুনানির দিন রেখেছেন৷

এর আগে সেপ্টেম্বরে প্রাপ্তবয়স্ক ১০ আসামি ও অপ্রাপ্তবয়স্ক ১৪ জনের বিরুদ্ধে আদালতে পৃথক অভিযোগপত্র দিয়েছিল পুলিশ৷ এদের মধ্যে একজন ছাড়া বাকিরা গ্রেপ্তার রয়েছেন৷

গত ২৬ জুন বরগুনায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রিফাতকে৷ পরে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে তা দেশব্যাপী আলোড়ন তোলে৷ পরবর্তীতে রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন৷ এর মধ্যে মামলার প্রধান সন্দেহভাজন সাব্বির আহম্মেদ বা নয়ন বন্ড পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়৷

এই মামলায় মিন্নিকে প্রথমে এক নম্বর সাক্ষী করা হয়েছিল৷ পরে রিফাতের বাবার অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ৷ বর্তমানে তিনি জামিনে রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷

এফএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য