1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রিমান্ডে নিয়ে নির্যাতন বন্ধ করতে হবে: ড. মিজানুর রহমান

২৩ জুন ২০১০

বাংলাদেশের বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গঠিত জাতীয় মানবাধিকার কমিশন পূর্নাঙ্গরূপে যাত্রা শুরু করেছে বুধবার থেকে৷ নতুন চেয়ারম্যানসহ কমিশনের ৫ সদস্যকে নিয়োগ দেয়া হয়েছে৷

https://p.dw.com/p/O156
অ্যাসিডের শিকার নারীরা মানবাধিকার লংঘনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন (ফাইল চিত্র)ছবি: AP

দায়িত্ব নেয়ার পর নতুন চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান ডয়চে ভেলেকে জানান, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীসহ দেশের মানুষের মধ্যে মানবাধিকারের ধারণা গড়ে তোলাই তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ৷ তিনি বলেন রিমান্ডে নিয়ে নির্যাতন করে যে স্বীকারোক্তি আদায় করা হয় আদালতে তা মূল্যহীন এটা বুঝতে হবে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে৷ আর নির্যাতন করে স্বীকারোক্তি আদায় আইন এবং মানবাধিকারের লংঘন৷ এই নির্যাতন বন্ধ করতে হবে৷

ড. মিজান বলেন, মানবাধিকার লংঘনের ঘটনা নিয়মিতভাবে তদন্ত করে যাবেন তারা৷ মানবাধিকার কমিশন যখন মানবাধিকার লংঘনের বিরুদ্ধে কথা বলবে, মানবাধিকার লংঘনের ব্যাপারে কথা বলবে তখন এনিয়ে সরকারের ক্ষুব্ধ হওয়ার কিছু নেই৷ কারণ সরকারের ত্রুটি বিচ্যুতি তুলে ধরে কমিশন বরং সরকারকে সহায়তাই করবে৷

বিদায়ী চেয়ারম্যান বিচারপতি আমীরুল কবির বলেন, সরকার ইতিমধ্যেই মানবাধিকার লংঘনের ৫টি ঘটনা কমিশনের সুপারিশমত তদন্তের নির্দেশ দিয়েছে, যা শুভ লক্ষণ৷ তবে কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে হলে আইনের কিছু সংশোধন করতে হবে৷ আর গড়ে তুলতে হবে অবকাঠামো ও পর্যাপ্ত জনবল৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন