1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রুশ রাষ্ট্রদূত হত্যা, মার্কিন দূতাবাসে গুলি

২০ ডিসেম্বর ২০১৬

দু'টো ঘটনাই ঘটেছে তুরস্কের রাজধানী আংকারায়৷ রুশ রাষ্ট্রদূতকে যেখানে হত্যা করা হয় ঠিক তার উল্টোদিকে অবস্থিত মার্কিন দূতাবাসের গেটে একজন গুলি চালিয়েছে৷

https://p.dw.com/p/2UaE8
Türkei Russischer Botschafter in Ankara bei Angriff schwer verletzt
ছবি: Reuters/U. Bektas

দু'টো ঘটনার মধ্যে কয়েক ঘণ্টার ফারাক ছিল৷ মার্কিন দূতাবাসের সামনে গুলির ঘটনা ঘটে স্থানীয় সময় রাত তিনটা ৫০ মিনিটে৷ এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র বলেছে, ‘‘এক ব্যক্তি আংকারার মার্কিন দূতাবাসের প্রধান গেটে গিয়ে বন্দুক বের করে গুলি চালায়৷''

এই ঘটনার পর দূতাবাস সহ ইস্তাম্বুল ও আদানার মার্কিন কনসুলেটের স্বাভাবিক কার্যক্রম মঙ্গলবার বন্ধ থাকবে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে৷

পুলিশের আইডি ব্যবহার করেছে

তুরস্কের সরকারপন্থি পত্রিকা সাবাহ বলছে, তুরস্কের রুশ রাষ্ট্রদূত আন্দ্রেই কারলভকে যে ব্যক্তি গুলি করে হত্যা করেছে সে পুলিশের আইডি ব্যবহার করে অনুষ্ঠানস্থলে ঢুকেছিল৷ একটি আলোকচিত্রী প্রদর্শনীর উদ্বোধন করতে গিয়ে খুন হন কারলভ৷ গুলি চালনাকারীর নাম মেভলুত মের্ত আলতিনতাস৷ ২২ বছর বয়সি আলতিনতাস গত আড়াই বছর ধরে আংকারার দাঙ্গাবিরোধী পুলিশ হিসেবে দায়িত্ব পালন করেন৷ ঘটনার সময় আলতিনতাস ‘আলেপ্পো' ও ‘আল্লাহু আকবর' বলে চিৎকার করেছে৷ পরে পুলিশের গুলিতে সে মারা যায়৷

আলতিনতাস যুক্তরাষ্ট্রে বসবাসকারী ফেতুল্লাহ গুলেনের অনুসারী হতে পারে বলে মনে করছেন আংকারার মেয়র মেলিহ গোচেক৷ নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে তিনি এই মন্তব্য করেন৷ অন্য কোনো তুর্কি ঊর্ধ্বতন কর্মকর্তা অবশ্য গোচেকের মতো না বললেও সরকারপন্থি গণমাধ্যমে গুলেন সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে৷ কর্তৃপক্ষ এই বিষয়ে তদন্ত করছে বলে জানিয়েছে ‘হুরিয়েত' পত্রিকা৷ উল্লেখ্য, গুলেনের বিরুদ্ধে জুলাই মাসের অভ্যুত্থানে মদদ দেয়ার অভিযোগ এনেছে তুরস্ক৷ গুলেন অবশ্য এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন৷ তিনি সোমবার রুশ রাষ্ট্রদূতকে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন৷

জেডএইচ/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য