1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিনামূল্যে ইউরোপ ভ্রমণ!

৪ মে ২০১৮

১৮ বছর বয়সি ১৫ হাজার তরুণ-তরুণীকে রেল ভ্রমণে ‘দুধভাত’ হিসেবে ধরার পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন৷ তাদের কথায়, এর মধ্য দিয়ে ইইউ-ভুক্ত দেশগুলোর তরুণদের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান আরও বাড়বে৷ 

https://p.dw.com/p/2x9ks
ছবি: Imago/Westend61

নিজেদের মধ্যে সংস্কৃতির আদান-প্রদান আরও বাড়াতে ১৫ হাজার ১৮ বছর বয়সি তরুণ-তরুণীকে ফ্রি রেলটিকেট দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন৷   

ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সবার উপরে পরস্পরের সাথে মানুষের যোগাযোগ এবং আবেগ ভাগাভাগি’ – এ ধারণাকে সামনে রেখেই তারা এ নতুন পদক্ষেপ হাতে নিয়েছে৷

ট্রেনের মাধ্যমে সাংস্কৃতিক মেলবন্ধন

এই বিশেষ সুবিধাটি পেতে হলে ইউরোপীয় ইউনিয়নের তরুণ-তরুণীদের আগামী জুন মাসে ইইউ-এর ওয়েবসাইটে ঢুকে আবেদনপত্র পূরণ করতে হবে৷ তবে শুধুমাত্র দু'সপ্তাহ সময় দেওয়া হবে আবেদন করার জন্য৷ আবেদনকারীদের মধ্যে ফ্রি টিকেটের জন্য বাছাই করতে কোটা সিস্টেমে আর ইউরোপের বিভিন্ন দেশের সংস্কৃতির ওপর কুইজের ব্যবস্থা করা হয়েছে৷

প্রথম পর্যায়ে বাছাইকৃত ১৫ হাজার তরুণ-তরুণী জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে সফর করার সময় ফ্রি টিকেট পাবেন৷ ১৯৭২ সাল থেকেই ইউরোপের আন্তঃরেল যোগাযোগ বিভাগ তরুণদের বিশেষ ছাড়ে টিকেট দিয়ে আসছে৷

ইউরোপীয় ইউনিয়নের আইন প্রণেতারা আশা করছেন, ফ্রি টিকেট দেওয়ার এই কর্মসূচি সফল হবে এবং এর পরিধি ভবিষ্যতে আরও বাড়বে৷

বুধবার ইউরোপীয় ইউনিয়ন তাদের আন্তঃরেল যোগাযোগ ব্যবস্থার জন্য ২০২১ থেকে ২০২৭ সাল পর্যন্ত বাড়তি ৭০০ মিলিয়ন ইউরো তহবিল হিসেবে বরাদ্দ করেছে৷

এইচআই/ডিজি