1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোল মডেল হয়েই ইজ্জত গেল প্রিয়াঙ্কার

৬ ফেব্রুয়ারি ২০১১

আয়কর জমা দেওয়ার জন্য তরুণদের সামনে আদর্শ হয়ে হাজির হয়ে, শেষে নিজেই করফাঁকি দেওয়ায় ইজ্জত গেল প্রিয়াঙ্কার৷ আয়কর দপ্তর নায়িকার বাড়িতে খানাতল্লাশি চালিয়ে নাস্তানাবুদ করে গেছে শনিবার৷

https://p.dw.com/p/10BbC
প্রিয়াঙ্কা চোপড়া, বলিউড, নায়িকা, আয়কর, ফাঁকি, ভারত, মুম্বই, হিরোইন, তরুণী, তন্বী, যুবতী, ইমেজ
করফাঁকি দিয়েছেন নায়িকা প্রিয়াঙ্কাছবি: AP

গেরো কাকে বলে? আর কাকেই বা বলে নিজের জালে নিজেই ফেঁসে যাওয়া? একইসঙ্গে দুটো করে দেখিয়ে দিলেন বলিউডের চুলবুলি নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া৷ গত বছরেই ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের উদ্যোগে কেন্দ্রীয় আয়কর দপ্তরের প্রযোজনায় তরুণ প্রজন্মের সামনে আয়করের বিষয়ে রোল মডেল হিসেবে একটি জাতীয় তথ্যচিত্রে হাজির হয়েছিলেন বলিউডের তিন নায়ক নায়িকা৷ আমীর খান, অক্ষয় কুমার আর প্রিয়াঙ্কা চোপড়া৷ সেই তথ্যচিত্রে তাঁরা নিজেদের ইমেজকে সামনে রেখে বলেছিলেন, ‘আসুন আমার মত আপনিও আপনার আয়কর জমা দিন৷ দেশ গড়ায় সাহায্য করুন...'ইত্যাদি ইত্যাদি গালভরা কথা৷ উদ্দেশ্য, তরুণ প্রজন্মের সামনে একটা আদর্শ তৈরি করা৷

আদর্শ তো তৈরি হল! কিন্তু, সে আদর্শ কি আদৌ নিজে বজায় রাখলেন এই হিরোইন? আমীর বা অক্ষয়কে নিয়ে সমস্যা হয়নি৷ সমস্যা হয়েছে নায়িকাকে নিয়ে৷ এই তো শনিবার কাকভোরে প্রিয়াঙ্কার মুম্বইয়ের লোখন্ডওয়ালার বাড়িতে আয়কর দপ্তরের খানাতল্লাশি তাহলে কেন হল? নায়িকার বাবা অশোক চোপড়াকেও রেহাই দেয় নি আয়কর দপ্তরের অফিসাররা৷ প্রচুর জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে৷ তাছাড়া গোটা বাড়িতে চলেছে খানাতল্লাশি৷ খতিয়ে দেখা হয়েছে ছবির শ্যুটিং, বিজ্ঞাপন বা বিভিন্ন অনুষ্ঠানে শুধুমাত্র হাজির থাকার বিনিময়ে নায়িকা কতটা কামিয়েছেন এবং সেই কামাই থেকে ঠিক কতটা কর দিয়েছেন৷ বোঝাই যাচ্ছে যে নায়িকা বেশ বিপুল অঙ্কের আয়কর ফাঁকি দিয়েছেন৷ নইলে আর এত ঘটা করে খানাতল্লাশি কেন হবে? করফাঁকির অঙ্কটা কত, সেটা আর দয়া করে জানায় নি আয়কর দপ্তর৷ শুধু বলেছে, নায়িকাই হোক আর বালিকাই হোক, আইনের উর্দ্ধে কেউই নয়!

Bollywood Star Shah Rukh Khan in Berlin Flash-Galerie
বার্লিনালেতে শাহরুখের সঙ্গে প্রিয়াঙ্কাছবি: DW

তো, একেই বলে ব্যাপার গুরুচরণ৷ যে প্রিয়াঙ্কা আয়করের আদর্শ হিসেবে তরুণদের সামনে তথ্যচিত্রে হাজির হলেন, ২০১০ সালের ২৬ জুলাই ভারতের প্রথম আয়কর দিবসে অর্থমন্ত্রীর পাশে বসে বাণী দিলেন, সেই তিনিই এখন আয়কর ফাঁকি দেওয়ার দায়ে কলঙ্কময়ী৷ তো সেই কলঙ্কিতা নায়িকার মনে নিশ্চয়ই উদয় হচ্ছে নানা চিন্তা৷ তার মধ্যে একটা অবশ্যই এমন, কেন যে মরতে ওই তথ্যচিত্রে অভিনয় করতে গিয়েছিলাম? তা নাহলে তো এমন করে আমার ইজ্জত যেত না!

যা গেছে তা গেছে৷ তবে করফাঁকির তালিকায় প্রিয়াঙ্কাই একা নয়৷ আরেক বলিউড তন্বী কাটরিনা কাইফও নাকি বিপুল অঙ্কের করফাঁকি দিয়ে কেচ্ছায় জড়িয়ে গেছেন৷ সেই তুলনায় নায়করা তেমনভাবে কেউ নাকি এ বছর করফাঁকি দেননি৷ দেখা যাচ্ছে, বলিউডের নায়িকাদের বড্ড বেশি অর্থলোভ৷ আর সেই তালিকার শীর্ষে চুলবুলি সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই