1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোহিঙ্গা নেতা মুহিবুল্লার পরিবারের ১১ জন ক্যানাডার পথে

১ এপ্রিল ২০২২

বন্দুকধারীর গুলিতে নিহত রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহর পরিবারের ১১ জন ক্যানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন৷

https://p.dw.com/p/49K3C
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহছবি: Mohammad Ponir Hossain/REUTERS

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খবর অনুযায়ী,  বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা রওনা হন৷ মুহিবুল্লাহর পারিবারিক বন্ধু মানবাধিকারকর্মী নূর খান এ খবর জানান৷

নূর খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমকে বলেন, "মহিবুল্লাহর স্ত্রী নাসিমা খাতুন, নয় ছেলেমেয়ে এবং এক মেয়ের জামাই রয়েছেন ওই ১১ জনের মধ্যে৷ তাদের রিফিউজি মর্যাদা দিয়ে ক্যানাডার গভার্নমেন্ট অ্যাসিসটেন্স প্রোগ্রামের আওতায় নেওয়া হচ্ছে৷”

গতবছরের ২৯ সেপ্টেম্বর রাতে কুতুপালং-১ (ইস্ট) লম্বাশিয়া ক্যাম্পের ডি-৮ ব্লকে বন্দুকধারীদের গুলিতে নিহত হন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস এন্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মুহিবুল্লাহ৷ তিনি মিয়ানমারের মংডুতে স্কুলে শিক্ষাকতা করতেন বলে রোহিঙ্গাদের কাছে ‘মুহিবুল্লাহ মাস্টার' হিসেবে পরিচিত ছিলেন৷ 

হত্যাকাণ্ডের পর থেকেই মুহিবুল্লাহর স্বজন ও অনুসারীরা হন্যে হয়ে রোহিঙ্গা ক্যাম্প ছাড়ার চেষ্টা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ করেন৷ 

গত বছরের অক্টোবরে মুহিবুল্লাহর ভাগ্নে ও আরএসপিএইচআর এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রশিদুল্লাহ বলেছিলেন, "মুহিবুল্লাহর স্ত্রী, সন্তান, মা, ভাইসহ স্বজনদের ১৮টি পরিবারের সদস্যরা কুতুপালং ক্যাম্পে নিরাপদ মনে করছেন না৷ এসব পরিবারের ৯৪ জন সদস্যকে বর্তমানে ক্যাম্পের বাইরে অজ্ঞাত নিরাপদ স্থানে রাখা হয়েছে তবে তারা সেখানে থাকতেও রাজি নয়৷

বাংলাদেশের বাইরে কোনো দেশে যাওয়ার কথা বলেছিলেন রশিদুল্লাহ৷ তাদের এই ইচ্ছার কথা জাতিসংঘের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারসহ জাতিসংঘের বিভিন্ন সংস্থায় তারা জানিয়েছিলেন৷

মুহিবুল্লাহ বন্ধু নূর খান বলেন, বৃহস্পতিবার রাতে তিনি বিমানবন্দরে পরিবারটিকে বিদায় জানাতে যান৷ পরিবারের সদস্যরা এদেশের মানুষ ও সরকারকে ধন্যবাদ জানিয়েছেন৷ একই সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পে মুহিবুল্লাহর প্রতিষ্ঠিত স্কুলটির কার্যক্রম যাতে চলমান থাকে, সেজন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন৷

মুহিবুল্লাহ জীবন বাঁচাতে বেশ কয়েকবছর আগে সপরিবারে মিয়ানমার থেকে বাংলাদেশে এসে রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হন এবং সেখানেই গড়ে তোলেন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ)৷ 

মুহিবুল্লাহ ছিলেন রোহিঙ্গাদের কাছে বাড়ি ফেরার স্বপ্নে বিভোর এক মানুষ ৷ গত কয়েক বছর ধরে নির্যাতনের মুখে মিয়ানমারে সবকিছু ফেলে বাংলাদেশে পালিয়ে আসা লাখো মানুষদের সেই স্বপ্ন তিনি দেখিয়েছেন৷   

মুহিবুল্লাহর স্বজন ও অনুসারীদের মতে, দেশে ফেরার এই স্বপ্নই তার কাল হয়েছে৷ রোহিঙ্গাদের একটা অংশ দেশে ফিরতে চায় না ৷ সশস্ত্র দলটির সঙ্গে ‘মিয়ানমারের সরকারি বাহিনীর যোগাযোগ' রয়েছে বলেও ক্যাম্পের অনেকের বিশ্বাস৷ 

মুহিবুল্লাহ থাকতেন উখিয়ার ১-ইস্ট লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের ডি-৭ ব্লকে ৷ তিনি ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করে আলোচনায় আসেন৷   এছাড়াও তিনি জেনেভায় জাতিসংঘ মানবাধিকার সংস্থায় রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব করেন৷

পশ্চিমা সংবাদ মাধ্যমে ‘রোহিঙ্গাদের কণ্ঠস্বর' হিসেবেও পরিচিত ছিলেন স্কুলশিক্ষক মোহাম্মদ মুহিবুল্লাহ৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান