1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে' রোহিঙ্গা নিহত

৫ আগস্ট ২০২১

কক্সবাজারের টেকনাফ উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা নিহত হয়েছেন৷ নিহত রোহিঙ্গার  বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে বলে র‌্যাব জানায়৷

https://p.dw.com/p/3yZMG
ছবি: bdnews24.com

বৃহস্পতিবার ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের শরণার্থী শিবির সংলগ্ন দমদমিয়া পাহাড়ি এলাকায় এ গোলাগুলির ঘটনার কথা ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন র‌্যাব ১৫-এ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ৷  র‌্যাবের ভাষ্য অনুযায়ী নিহত ৪০ বছর বয়সি নূরুল আলম নুরু ওই এলাকার একটি ডাকাত বাহিনীর প্রধান৷

উইং কমান্ডার আজিম আহমেদ বলেন, "অস্ত্রধারীরা ডাকাতি ও অপহরণের উদ্দ্যেশে জড়ো হওয়ার খবর পেয়ে র‌্যাব অভিযান চালায়৷ ঘটনাস্থলে পৌঁছালে তারা র‌্যাব সদস্যদের লক্ষ করে গুলি ছুড়তে থাকে৷ র‌্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে৷ একপর্যায়ে তারা পিছু হটলে ঘটনাস্থলে নূরুকে গুলিবিদ্ধ অবস্থায় পায় র‌্যাব৷ তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন৷ অভিযানে র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন৷”

তিনি আরো বলেন, ”নূরু একজন চিহ্নিত ডাকাত৷ নূরু নিজের নামে ডাকাত বাহিনী গড়ে তুলে বিভিন্ন এলাকায় ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, খুন ও মাদক কারবারসহ নানা অপরাধ করত৷ এসব অভিযোগে টেকনাফ থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে৷”

ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, তিনটি লম্বা বন্দুক ও চারটি গুলি বের করা হয়েছে৷ লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলে জানান উইং কমান্ডার আজিম আহমেদ৷ 

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য