1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লকডাউন নিয়ে উভয় সংকটে ম্যার্কেল

১ মার্চ ২০২১

করোনা সংকট মোকাবিলায় লাগাতার লকডাউনের মেয়াদ আরও বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে চলেছেন জার্মানির নেতারা৷ দৈনিক সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা সত্ত্বেও বিধিনিয়ম শিথিল করার জন্য চাপ বাড়ছে৷

https://p.dw.com/p/3q2rR
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলছবি: Hannibal Hanschke/REUTERS

সেই নভেম্বর মাস থেকে একটানা লকডাউনের কারণে জার্মানির মানুষের ধৈর্য্যের বাঁধ অনেকটাই দুর্বল হয়ে পড়ছে৷ একাধিক জনমত সমীক্ষা অনুযায়ী দোকানবাজার, হোটেল-রেস্তোরাঁ আবার খোলার পক্ষে সওয়াল করছেন মানুষ৷ অন্যদিকে দৈনিক সংক্রমণের হার যথেষ্ট কমার লক্ষণ দেখা যাচ্ছে না৷ করোনা ভাইরাসের ছোঁয়াচে সংস্করণগুলি সংক্রমণের ‘তৃতীয় ঢেউ’-এর আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে৷ বিশেষ করে ব্রিটেন থেকে আসা বি১১৭ সংস্করণ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে৷ টিকাকরণ কর্মসূচির ধীর গতির কারণে এই সংকটের দ্রুত মোকাবিলা করারও উপায় নেই৷ এমন প্রেক্ষাপটে জার্মানির ফেডারেল ও রাজ্য সরকারগুলিকে লকডাউনের মেয়াদ সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে৷ উল্লেখ্য, বর্তমান মেয়াদ ৭ই মার্চ শেষ হচ্ছে৷

বুধবারের বৈঠকের আগে সর্বশেষ পরিস্থিতি খতিয়ে দেখছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও ১৬টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা৷ এর আগের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি এক লাখ মানুষের দৈনিক সংক্রমণের সাপ্তাহিক গড় হার ৩৫ হওয়া পর্যন্ত লকডাউনের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না৷ বিশেষজ্ঞদের মতামত ও জনমতের ভিত্তিতে তাঁদের কঠিন সিদ্ধান্ত নিতে হবে৷ লকডাউনের মেয়াদ সম্ভবত আরও কিছুদিন বাড়ানোর সঙ্গে সঙ্গে কিছু ক্ষেত্রে ছাড় দিতে পারেন তাঁরা৷ বিনামূল্যে দ্রুত করোনা পরীক্ষার মাধ্যমে সুনির্দিষ্টভাবে সংকট মোকাবিলার আশা করছে সরকার৷

যথেষ্ট সংখ্যায় করোনার টিকা সরবরাহ এখনো নিশ্চিত করা সম্ভব না হওয়ায় অনেক নতুন প্রস্তাব শোনা যাচ্ছে৷ বিশেষ করে অ্যাস্ট্রাজেনিকা কোম্পানির তৈরি টিকা সম্পর্কে জার্মানিতে সংশয়ের আলোকে সব মানুষের জন্য এই টিকা নেবার সুযোগ করে দেবার পরামর্শ দিচ্ছে কিছু মহল৷ সংশয় দূর করতে খোদ চ্যান্সেলর ম্যার্কেল লাইভ টেলিভিশনে সেই টিকা গ্রহণ করুন, এমন প্রস্তাব উঠে আসছে৷ এখনো পর্যন্ত তিনি বয়সের কারণে সেই টিকা নেবার বিষয়ে দ্বিধা প্রকাশ করেছেন, কারণ জার্মানিতে ৬৫ বছরের বেশি মানুষদের সেই টিকা না দেবার পরামর্শ দেওয়া হচ্ছে৷ কেউ কেউ যত বেশি সম্ভব মানুষকে আপাতত টিকার প্রথম ডোজ দেবার পক্ষে সওয়াল করছেন৷ তারা একাধিক গবেষণার ফলাফল উল্লেখ করে মনে করিয়ে দিচ্ছেন যে ফাইজার-বায়োননেক এবং মডার্নার টিকার প্রথম ডোজই যথেষ্ট সুরক্ষা দিচ্ছে৷ এখনো পর্যন্ত জার্মানিতে সব ব্যক্তির জন্য দুটি করে ডোজ দেবার নীতি চালু রয়েছে৷

করোনা সংক্রমণের হার নিয়ন্ত্রণে রাখতে সীমান্তে কড়াকড়িও বাড়ানো হচ্ছে৷ ফ্রান্সের মোজেল জেলায় মারাত্মক পরিস্থিতির কারণে মঙ্গলবার থেকে জার্মানিতে অবাধ প্রবেশের সুযোগ বন্ধ রাখা হচ্ছে৷ সেই অঞ্চলে দক্ষিণ আফ্রিকা থেকে আসা করোনা সংস্করণ মাথাচাড়া দিয়ে উঠেছে৷ এর আগে চেক প্রজাতন্ত্র ও অস্ট্রিয়া সীমান্তের কিছু অংশকেও এমন ঝুঁকিপূর্ণ এলাকার তালিকায় রাখা হয়েছিল৷ ফ্রান্স এমন একতরফা সিদ্ধান্তের সমালোচনা করেছে৷ তবে শেষ পর্যন্ত উভয় পক্ষই সীমান্তে সমন্বয়ের প্রশ্নে ঐকমত্যে এসেছে৷

এসবি/কেএম (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য