লতা মুঙ্গেশকর | পাঠক ভাবনা | DW | 30.09.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

লতা মুঙ্গেশকর

আমরা প্রতিদিন ১০/১২জন মিলে আমাদের প্রিয় ডয়েচে ভেলে নিয়মিত শুনি৷ আমরা ইতোমধ্যেই একটি শ্রোতাসংঘ গঠন করেছি, যাতে করে আপনাদের ...

সঙ্গে আমাদের যোগাযোগটা অটুট থাকে ৷ আজ বাবরি মসজিদ রায়, দাঙ্গা যেন আর না হয়৷ ভীষণ ভীষণ ভাল থাকবেন, এই কামনায় আমি মোঃ সিরাজুল ইসলাম ,ডে নাইট ডয়চে ভেলে বেতার শ্রোতাসংঘ, কাশীপুর (মনিরের ভিটা) ফুলবাড়ি, কুড়িগ্রাম, বাংলাদেশ৷

বাংলা বিভাগের সবাইকে প্রথমেই শুভেচ্ছা জানাই৷ সবেমাত্র তিনমাস হচ্ছে আমি আপনাদের এফএম তরঙ্গের অনুষ্ঠান মোবাইল ফোনের মাধ্যমে শুনছি৷ তবে দুঃখের বিষয় হলো, একমাত্র রবিবার সাপ্তাহিক ছুটির দিন ছাড়া অন্য কোনদিন সকালের অনুষ্ঠান শোনা সম্ভব হয়না৷ কারণ সকাল আটটায় আমাদের স্কুল শুরু হয়৷ শুধুমাত্র রাতের অনুষ্ঠান শুনেই আমাকে সন্তুষ্ট থাকতে হয়৷ আপনাদের সার্বিক অনুষ্ঠান আমার খুবই প্রিয় এবং ভীষণ ভালো লাগে৷ আর এই ভালো লাগা থেকেই ভালোবাসার জন্ম৷ তাইতো সুদূর বাংলাদেশের এক প্রান্ত থেকে ডাকযোগে আপনাদের জন্য পাঠালাম আমার ভালোবাসার মালাখানি কলমের লেখনীতে৷ আব্রাহাম এক্কা, সহকারী শিক্ষক, বলদীপুকুর সেন্ট মেরীস আদিবাসী প্রাথমিক বিদ্যালয়, তাজনগর, মিঠাপুকুর, রংপুর, বাংলাদেশ৷

আপনাদের অনুষ্ঠান আমার খুব ভালো লাগে, বিশেষকরে বিশ্বসংবাদ৷ এছাড়া অন্যান্য খবরগুলোও ভালো লাগে৷ মোঃ মশিউর রহমান, যাদুর হাট, নীলফামারী, বাংলাদেশ৷

আজকে সকালের অধিবেশন এবং ওয়েবসাইটে খেলাধুলার পাতায় নতুনদিল্লিতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে জঙ্গিদের হুমকি মোকাবিলার জন্য এক লক্ষ নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বানরের হাত থেকে রক্ষা পেতে নতুনদিল্লির পৌরপরিষদ প্রশিক্ষণ প্রাপ্ত বানর প্রজাতির প্রাণী লঙ্গুর ভাড়া করেছেন৷ এই লঙ্গুর বাহিনী বিভিন্ন স্টেডিয়ামে কড়া নজরদারি করবে-এ সম্পর্কে চমৎকার মনোগ্রাহী প্রতিবেদনটি শুনে ও পড়ে আমরা ক্লাবের সব্বাই দারুণ মুগ্ধ হয়েছি৷ একটি সুন্দর অভিনব ব্যতিক্রম ধর্মী প্রতিবেদন উপহার দেওয়ার জন্য ডয়চে ভেলেকে অসংখ্য ধন্যবাদ৷ মোখলেসুর রহমান,কুষ্টিয়া, বাংলাদেশ৷

লতা মুঙ্গেশকরকে নিয়ে কি সুরের ভুবন করা যায়না ? তপতী সরকার, বর্ধমান, ভারত৷