1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লন্ঠনের আলোয় ডক্টরেট

২৬ জুন ২০১৯

বিদ্যুৎ ছাড়া আধুনিক জীবন কল্পনাই করা যায় না৷ কিন্তু সে বিদ্যুতের অতিরিক্ত ব্যবহারে বিরূপ প্রভাব পড়ছে পরিবেশের ওপর৷ এমন এক জীবনব্যবস্থায় ঠিক উলটো পথে হেঁটে চলেছেন ভারতের এক অশীতিপর নারী৷ কখনই তিনি ব্যবহার করেন না বিদ্যুৎ৷ পিএইচডি গবেষণা তো বটেই, ২০টি বইও লিখে ফেলেছেন লণ্ঠন আর মোমের আলোয়৷

https://p.dw.com/p/3L7Gk