1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইইউ-লবিয়িস্ট সম্পর্ক

১ ফেব্রুয়ারি ২০১৯

ইউরোপীয় ইউনিয়নে আইন প্রণয়ন প্রক্রিয়ায় লবিয়িস্টদের ভূমিকা আইনগতভাবে স্বীকৃত ও গুরুত্বপূর্ণ৷ তাই তাঁদের সঙ্গে ইইউ'র ব়্যাপোর্টারদের (যাঁরা সংসদে প্রস্তাব আনেন) বৈঠকের তথ্য প্রকাশের পক্ষে ভোট দিয়েছেন ইইউ সাংসদরা৷

https://p.dw.com/p/3CZ3I
ছবি: picture-alliance/D. Kalker

বৃহস্পতিবার গোপন ব্যালটে অনুষ্ঠিত ঐ ভোটে প্রস্তাবটি ৩৮০-২২৪ ভোটে পাস হয়৷

উল্লেখ্য, ব়্যাপোর্টার হচ্ছেন সেইসব ইউরোপীয় সাংসদ (এমইপি), যাঁরা সংসদের বিভিন্ন কমিটিতে গৃহীত প্রস্তাবের খসড়া সংসদে পাসের লক্ষ্যে উত্থাপন করে থাকেন৷ ফলে ব়্যাপোর্টাররা কোনো বিষয় সংসদে কীভাবে উপস্থাপন করছেন, তা ঐ প্রস্তাব পাসের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে৷ এ কারণে লবিয়িস্টদের কাছে ব়্যাপোর্টারদের গুরুত্ব অনেক৷

ইইউতে লবিয়িং বা তদবিরের বিষয়টি আইনগতভাবে বৈধ৷ তবে লবিয়িস্টদের নিবন্ধিত হতে হয়৷ ইইউতে বর্তমানে ১১ হাজারেরও বেশি নিবন্ধিত লবিয়িস্ট প্রতিষ্ঠান আছে৷ এদের বেশিরভাগই কর্পোরেট লবিয়িস্ট৷ আরো আছে এ, কনসালটেন্ট প্রতিষ্ঠান, থিংক ট্যাংক ও শ্রমিক ইউনিয়নদের হয়ে কাজ করা লবিয়িস্ট৷ লবিয়িস্টরা পরিবেশ, গবেষণা ও প্রযুক্তি, অভ্যন্তরীণ বাজার, জ্বালানি, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি বিষয়ে কাজ করে থাকে৷

ইইউ বলছে, মোট লবিয়িস্টদের পাঁচটির মধ্যে একটির সদরদপ্তর ইইউ রাজধানী ব্রাসেলসে অবস্থিত৷

বৃহস্পতিবার ইইউ সংসদে পাস হওয়া প্রস্তাবের কারণে এখন থেকে ব়্যাপোর্টার, ছায়া ব়্যাপোর্টার ও সংসদীয় কমিটির নেতাদের তাঁদের সঙ্গে লবিয়িস্টদের প্রতিটি বৈঠকের খবর অনলাইনে প্রকাশ করতে হবে৷ বিভিন্ন আইনের খসড়া প্রণয়নে এই ব্যক্তিরা গুরুত্বপূর্ণ হওয়ায় তাঁদের ক্ষেত্রে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ আর বাকি সাংসদদের ক্ষেত্রে বৈঠকের খবর প্রকাশের বিষয়টি ঐচ্ছিক রাখা হয়েছে৷

এই প্রস্তাব পাসের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন গ্রিন পার্টির এমইপি সায়ান গিগোল্ড৷ এ কারণে লবিয়িংয়ের বিষয়ে আরো স্বচ্ছতা আসবে বলে মনে করছেন তিনি৷

জন শেল্টন/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য