1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লালমনিরহাটের ভাটিয়ালি গানের গল্প

২৯ জুলাই ২০১৯

কু মানে খারাপ এবং শান মানে ভালো - খারাপকে ভাল করার গল্প নাচে-গানে মানুষের কাছে পৌঁছে দেওয়ার রীতি ‘কুশান’৷ যুগ যুগ ধরে গ্রাম বাংলার মানুষের বিনোদনের উৎস ঐতিহ্যবাহী ভাটিয়ালি গানের চল আজ বিলুপ্তপ্রায়৷ রামায়ন, মহাভারতের বিভিন্ন অংশকে গানের মাধ্যমে মানুষের কাছে পরিবেশনার মধ্য দিয়ে আজও তার প্রচলন রয়েছে লালমনিরহাটে৷ এই শিল্পের সংরক্ষণের জন্য প্রয়োজন যথাযথ ব্যবস্থাপনা৷

https://p.dw.com/p/3MuH5