1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লালমনির হাটে নিপা ভাইরাস

৪ ফেব্রুয়ারি ২০১১

বাংলাদেশের লালমনির হাট এলাকার অজ্ঞাত রোগের কারণ ভয়াবহ নিপা ভাইরাস বলে শনাক্ত করেছে রোগতত্ত্ব এবং গবেষাণা বিভাগ৷ বিভাগের প্রধান অধ্যাপক ডা. মাহমুদুর রহমান জানিয়েছেন, এই ভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যুর হার শতকরা ৭৫ ভাগ৷

https://p.dw.com/p/10Ajv
নিপা ভাইরাসে লালমনির হাটের হাতিবান্ধায় মারা গেছেন ২৩ জনছবি: AP

নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ৪ দিনে লালমনির হাটের হাতিবান্ধায় মারা গেছেন ২৩ জন ৷ তবে রোগতত্ত্ব বিভাগের প্রধান ডা. মাহমুদুর রহমান ডয়চে ভেলেকে বলেছেন, আদতে মৃতের সংখ্যা ১৪ জন৷ তিনি জানান, বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাস অনেক আগে শনাক্ত হলেও বাংলাদেশে প্রথম শনাক্ত হয় ২০০১ সালে৷ লালমনিরহাটে শনাক্ত হওয়ার আগ পর্যন্ত ২০০১ সাল থেকে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫২ জন৷ এর মধ্যে ১১৩ জনই মারা গেছেন৷ বাদুড় থেকে এই রোগ ছড়ায় বলে প্রকাশ৷

এর আগে ফরিদপুর, রাজবাড়ি ও টাঙ্গাইল এলাকায় নিপা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছিল বলে জানান ডা.মাহমুদুর রহমান৷ তিনি বলেন, এই ভাইরাসে আক্রান্ত রোগীর সু নির্দিষ্ট কোন চিকৎসা নেই৷ তবে আক্রান্ত রোগীকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে৷ নিপা ভাইরাস ছোঁয়াচে বলেও জানান তিনি৷

লালমনির হাটে গত ৪দিনে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ছে ৫০ জনেরও বেশি৷ তাদের মধ্যে ৯ জনকে ঢাকায় এনে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন ডয়চে ভেলে , ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক