1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লাহোরে মাজারে আত্মঘাতী হামলায় নিহত ৪২

২ জুলাই ২০১০

পাকিস্তানের লাহোরে সুফিদের একটি মাজারে বৃহস্পতিবার রাতে আত্মঘাতী বোমা হামলায় ৪২ জন নিহত হয়েছেন৷ তবে তালেবান পক্ষ দাবি করেছে, এই হামলা তারা চালায়নি৷

https://p.dw.com/p/O8sT
হামলায় নিহত একজনের লাশ নিয়ে যাওয়া হচ্ছেছবি: ap

প্রায় দুই থেকে আড়াই হাজার ধর্মপ্রাণ মানুষ জড়ো হয়েছিলেন মাজারে৷ সেখানেই কয়েক মিনিটের ব্যবধানে হামলা দুটি চালানো হয়৷ মাজহার আহমেদ নামের এক ঊর্ধ্বতন উদ্ধার কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে ৪২ জন নিহত হওয়ার কথা জানিয়েছেন৷ এছাড়া হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে৷ এদিকে কর্তৃপক্ষ দুই হামলাকারীর বিচ্ছিন্ন মাথা খুঁজে পেয়েছেন বলে জানা গেছে৷

এরপর থেকে পুরো লাহোর শহর জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে৷ কারণ পাকিস্তানের বেশিরভাগ বিশিষ্ট নাগরিকের বাস এই শহরে৷ এছাড়া বোমা হামলার পরপরই মার্কিন কনস্যুলেট ভবন ও লাহোর প্রেস ক্লাবের সামনে বিকট শব্দে দুটি পটকা ফুটলে সবার মনে ভীতি ছড়িয়ে পড়ে৷

Pakistan Selbstmordanschlag Trauer
কাঁদছেন নিহতের এক স্বজনছবি: ap

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এই হামলার কঠোর নিন্দা জানিয়েছেন৷ তিনি বলেন, সন্ত্রাসীদের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই৷

অতীতের সব হামলার মতো এবারো তালেবান জঙ্গিদেরই এই হামলার জন্য দায়ী মনে করা হলেও তারা এবার তা অস্বীকার করেছে৷ তালেবানের এক মুখপাত্র আজম তারিক বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, তাঁরা কখনো সাধারণ জনগণের ওপর হামলা করেন না৷ তাঁদের হামলার লক্ষ্য হলো পুলিশ ও সেনাবাহিনী সহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা৷

গত তিন বছর ধরে পাকিস্তানে তালেবান ও আল কায়েদার আক্রমণ বেড়ে গেছে৷ এসব হামলায় এ পর্যন্ত ৩,৪০০-র বেশি লোক নিহত হয়েছেন৷ এর মধ্যে লাহোরে গত বছরের মার্চ থেকে এ পর্যন্ত ২৬৫ জন নিহত হয়েছেন৷ এসময় নয়টি হামলার ঘটনা ঘটে৷ গত মে মাসে এই লাহোরেই আহমদীয়া সম্প্রদায়ের উপর হামলায় ৮২ জন নিহত হয়েছিলেন৷ সুন্নি জঙ্গিরা এই হামলা চালিয়েছিল৷ এর আগে এ বছরেরই জানুয়ারি মাসে পাকিস্তানের আফগান সীমান্তে একটি ভলিবল খেলায় হামলা করেছিল জঙ্গিরা৷ সে সময় ১০১ জন নিহত হয়েছিলেন৷

কিন্তু প্রশ্ন হচ্ছে জঙ্গিরা কেন এভাবে একের পর এক হামলা করছে? তাদের ওপর পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযানের প্রতিশোধ নিতেই জঙ্গিরা হামলার পথ বেছে নিচ্ছে বলে মনে করা হচ্ছে৷ এছাড়া আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে পাকিস্তান সমর্থন করায়ও ক্ষুব্ধ তালেবান জঙ্গিরা৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক