1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিংকনের হত্যাকাণ্ড নিয়ে ছবি টরোন্টো চলচ্চিত্র উৎসবে

১২ সেপ্টেম্বর ২০১০

মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের হত্যাকাণ্ডের দেড় শতাব্দী পার হয়ে গেলেও, আমেরিকানরা কোন বড় দুঃখজনক ঘটনার পাশাপাশি সেই ভয়াবহ স্মৃতি স্মরণ করে থাকে৷ এই কথা বলেছেন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা রবার্ট রেডফোর্ড৷

https://p.dw.com/p/PAEG
Robert, Redford, Film, festival, টরোন্টো, চলচ্চিত্র, দ্য কন্সপিরেটর,
রবার্ট রেডফোর্ডছবি: AP

রেডফোর্ড বলেন, ‘ইতিহাস একধরনের সুতো, আর আমরাই তার পুনরাবৃত্তি ঘটায়৷' তিনি বলেন, যেমন এখন আমরা একধরনের দোদুল্যমান পরিস্থিতিতে বসবাস করছি, এবং আমাদের মধ্যে উদ্বেগ ও ভয় কাজ করছে, আর একই ধরনের এই অনুভূতিগুলো ১৫০ বছর আগেও ছিল৷

১১-ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার নবম বার্ষিকীতে টরোন্টোতে চলচ্চিত্র উৎসবে দেখানো হয় ‘‘দ্য কন্সপিরেটর৷'' ছবিটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি৷ ১৮৬৫ সালে প্রেসিডেন্ট লিংকনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত একমাত্র মহিলাকে নিয়েই নির্মিত ‘‘দ্য কন্সপিরেটর৷''

চলচ্চিত্র নির্মাতা রবার্ট রেডফোর্ড বলেন, ‘‘এইধরনের ঘটনাগুলো আমরা তুলে ধরি ঠিকই, আবার এর পাশাপাশি আজ এবং গতকাল যা ঘটছে, সেগুলোও তুলে ধরছি, কিন্তু আমরা আসলে এইধরনের গল্প আর দেখাতে চাই না৷ আমরা মানবিক এবং ব্যক্তিগত গল্প বলতে চাই৷'' তিনি বলেন, আরেক দিকে দর্শক এবং সমালোচকরা এইগুলো দেখে পাশাপাশি অন্য কোন গল্প খুঁজে পেতে চান, আমরা না চাইলেও ইতিহাসই তা ঘটায়৷ রেডফোর্ড বলেন, ‘রাজনৈতিক বিষয়টি আসলে কিছুইনা ,ব্যাপারটি হচ্ছে এইধরনের গল্প যেখানে থাকবে আমাদেরও সেখানে পৌঁছাতে হবে৷'

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই