1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিবিয়ায় বাংলাদেশি জিম্মিরা মুক্তি পেয়েছে: শ্রমমন্ত্রী

২৩ ফেব্রুয়ারি ২০১১

বাংলাদেশের শ্রমমন্ত্রী জানিয়েছেন, লিবিয়ায় বাংলাদেশি জিম্মিরা মুক্তি পেয়েছে৷ সুযোগ পেলে তাদের কোনো প্রতিবেশী দেশে নিরাপদে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে সরকার৷

https://p.dw.com/p/R3Pw
অশান্ত লিবিয়াছবি: dapd

লিবিয়ায় জিম্মি হিসেবে আটক বাংলাদেশিরা এখন মুক্ত৷ তারা সুস্থ এবং ভাল আছেন বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন৷ তিনি জানান, লিবিয়ায় আটক হয়েছিলেন, এমন এক বাংলাদেশির সঙ্গে তার টেলিফোনে কথা হয়েছে৷

শ্রমমন্ত্রী আরও জানান, তিনি লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের সুযোগ পেলে পাশের কোন দেশে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন৷ তিনি বলেছেন সবাই যেন একতাবদ্ধ হয়ে সিদ্ধান্ত নেয়৷ অন্যান্য দেশের নাগরিকরা যেভাবে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে, বাংলাদেশিরাও যেন তাদের পথ অনুসরণ করে৷ তিনি জানান, জাতিসংঘের মাধ্যমে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের সরকার সহায়তা দেয়ার চেষ্টা করছে৷

শ্রমমন্ত্রী জানান, তার আর পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে কোন বিভ্রান্তি সৃষ্টি হওয়ার সুযোগ নাই৷ কারণ জিম্মিরা ইতিমধ্যেই মুক্তি পেয়েছে৷ পররাষ্ট্রমন্ত্রী গতকাল বলেছিলেন, লিবিয়ায় কোন বাংলাদেশি জিম্মি হয়নি৷ আর শ্রমমন্ত্রী বলেছিলেন, সেখানে ১০০ বাংলাদেশিকে জিম্মি করা হয়েছে৷ এদিকে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিয়ে দেশে আত্মীয়-স্বজনের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে৷ সরকারী হিসেবে লিবিয়ায় ৪৫ হাজার বাংলাদেশি রয়েছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন