1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিবিয়ায় বিরোধীদের হঠাতে বিমান হামলা

৩ মার্চ ২০১১

লিবিয়ায় সরকার বিরোধীদের দখল করা এলাকায় বিমান হামলা শুরু করেছে গাদ্দাফিপন্থী নিরাপত্তা বাহিনী৷ একাধিক সূত্র নিশ্চিত করেছে এই তথ্য৷ এদিকে, জাতিসংঘের সমর্থন ছাড়া লিবিয়ায় কোন রকম হস্তক্ষেপ করবে না ন্যাটো৷

https://p.dw.com/p/10Swj
তেল স্থাপনায় হামলা হচ্ছে লিবিয়ায়ছবি: picture alliance/dpa

ব্রেগায় বিমান হামলা

লিবিয়ার তেল টার্মিনাল খ্যাত ব্রেগা শহরে বৃহস্পতিবার বিমান হামলা চালিয়েছে গাদ্দাফিপন্থীরা৷ এই শহরটি বুধবার সকালে দখল করে নিয়েছিল গাদ্দাফি বাহিনী৷ কিন্তু পরবর্তীতে সেটি আবারো সরকার বিরোধীদের দখলে চলে যায়৷ বুধবার সংঘর্ষে ব্রেগায় প্রাণ হারায় কমপক্ষে ১৪ জন৷ এছাড়া লিবিয়ায় দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা সরকার বিরোধী আন্দোলনে সহস্রাধিক মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷

বিমান হামলাহতাহত

Libyen Proteste
লিবিয়ার প্রতিবাদী মানুষছবি: AP

ব্রেগার ঠিক কোথায় বিমান হামলা চালানো হয়েছে, সে সম্পর্কে নিশ্চিত কিছু এখনো জানা যায়নি৷ তবে, সেখানকার হাসপাতালের কর্মকর্তা ফাত্তাহ আল-মোগরাবি জানিয়েছেন, তেল কোম্পানি এবং আবাসিক এলাকার মাঝামাঝি কোন জায়গায় বোমা ফেলা হয়েছে৷ এতে প্রাণহানির কোন খবর জানাতে পারেননি ফাত্তাহ৷ এছাড়া, ব্রেগা দখলে রাখা বিরোধী পক্ষও জানিয়েছে, একটি বিমান বার তিনেক চক্কর দেওয়ার পর বোমা বর্ষণ করে৷

জাতিসংঘ ছাড়া নড়বে না ন্যাটো

লিবিয়ার উপর বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হলেও বিমান চলাচলের বিষয়ে কোন ঐকমত্যে পৌঁছাতে পারেনি আন্তর্জাতিক সমাজ৷ ন্যাটো মহাসচিব আন্দ্রেস ফগ রাসমুসেন বৃহস্পতিবার জানিয়েছেন, জাতিসংঘের সমর্থন ছাড়া লিবিয়ায় কোন ধরণের হস্তক্ষেপ করবে না ন্যাটো৷ তবে, জাতিসংঘের তরফ থেকে কোন প্রস্তাব আসলে তা বাস্তবায়নের পরিকল্পনা ন্যাটোর রয়েছে বলে জানান তিনি৷ এদিকে জার্মান বার্তা সংস্থা ডিপিএ জানিয়েছে, লিবিয়ায় সামরিক হস্তক্ষেপ বিশেষ করে সেদেশে বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে আপাতত কোন দৃশ্যমান উদ্যোগ জাতিসংঘ নিচ্ছে না৷

সরে যাচ্ছে বিদেশিরা

ইতিমধ্যে লিবিয়া থেকে টিউনিশিয়ায় পাড়ি জমিয়েছেন আশি থেকে নব্বই হাজার বিদেশি৷ বুধবার পাঁচ হাজার বাংলাদেশিও এই পথে লিবিয়া ত্যাগ করেন৷ তবে এখনো বেশ কয়েক হাজার বিদেশি লিবিয়া-টিউনিশিয়া সীমান্তে আটকে আছেন৷ এদের মধ্যে পূর্ব এশিয়ার নাগরিকও আছেন৷ লিবিয়ায় সংকটে ক্ষতিগ্রস্ত সাতাশ লাখ মানুষের জন্য তিন কোটি সাতাশি লক্ষ মার্কিন ডলারের সহায়তার ঘোষণা করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক