1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিবিয়ায় ১০০ বাংলাদেশি শ্রমিক আহত, সরকারের সহায়তার অপেক্ষা

২৪ ফেব্রুয়ারি ২০১১

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ৫০ কিলোমিটার পশ্চিমে আলমামুরা এলাকার একটি কনস্ট্রাকশন কোম্পানিতে ৪ হাজার বাংলাদেশি শ্রমিক আটকা পড়েছেন৷ তাদের মধ্যে প্রায় ১০০ জন হামলায় আহত হয়েছেন৷

https://p.dw.com/p/10Ogc
লিবিয়ায় বিক্ষোভছবি: dapd

সেখানে অবস্থানরত বাংলাদেশি শ্রমিক মো. ইব্রাহীম খলিল এবং ইমরান হোসেন ডয়চে ভেলেকে এ তথ্য জানিয়েছেন৷ তারা বাংলাদেশ সরকারের কাছে তাদের উদ্ধারে আকুল আবেদন করেছেন৷ তবে বাংলাদেশ সরকারের কোন সূত্র এর সত্যতা নিশ্চিত করেনি৷

মো. ইমরান হোসেনের বাড়ি কুমিল্লায়৷ তিনি ২ বছর ধরে লিবিয়ার আলমামুরায় একটি কোরীয় কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করছেন৷ তিনি সেখানে আটকা পড়ে এখন মানবেতর জীবন-যাপন করছেন৷ সেখানে খাবার নেই, চিকিৎসা নেই৷

লিবিয়ার একই প্রতিষ্ঠানে কাজ করেন বগুড়ার ইব্রাহীম খলিল৷ তিনি জানান, তারা ৪ হাজার বাংলাদেশি আটকা পড়েছেন৷ হামলায় এপর্যন্ত একশো জনের মত আহত হয়েছেন৷ তাদের চিকিৎসার কোন ব্যবস্থা নেই৷ আর কোম্পানির কর্মকর্তারাও তাদের ফেলে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন৷ তারা জানান, লিবিয়ায় বাংলাদেশি দূতাবাসের সঙ্গে তারা কোন যোগাযোগ করতে পারছেন না৷ তারা তাদের উদ্ধারের জন্য সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন৷

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের তৃতীয় কোন দেশে সরিয়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে৷ এজন্য আন্তর্জাতিক অভিবাসী সংস্থার সঙ্গে আলোচনা চলছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য