1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিবিয়ায় ৪৫ জনের মৃত্যুদণ্ডের রায়

১৬ আগস্ট ২০১৮

ফায়ারিং স্কোয়াডে ৪৫ জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে লিবিয়ার এক আদালত৷ দেশটির বিচার মন্ত্রণালয় বলছে, তাঁদের বিরুদ্ধে ২০১১ সালের গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে৷

https://p.dw.com/p/33FKI
ছবি: picture-alliance/dpa

বিচার মন্ত্রণালয়ের বিবৃতিতে মামলার বিষয়ে বিস্তারিত জানানো হয়নি৷ তবে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, সাবেক লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যূত হওয়ার কিছু আগে তাঁর অনুগত বাহিনী এসব হত্যাকাণ্ডে জড়িত ছিল৷

অন্তত ২০ জনকে হত্যার দায়ে আরো ৫৪ জনকে পাঁচ বছর করে জেল দেয়া হয়েছে৷ খালাস দেয়া হয়েছে ২২ অভিযুক্তকে৷

আসামিপক্ষের আইনজীবী এবং অভিযুক্তদের স্বজনরা রায় দেয়ার সময় আদালতে উপস্থিত ছিলেন৷ তবে আসামিদের কেউ আদালতে ছিলেন না৷ বিচার মন্ত্রণালয়ের সরবরাহ করা একটি ছবিতে দেখা যায়, কোর্টরুমের ভেতর কালো পোশাক পরিহিত বিচারকদের পাশে বন্দুক নিয়ে দুজন রক্ষী দাঁড়িয়ে আছেন৷

২০১১ সালের পর একাধিক শিবিরে বিভক্ত হয়ে সশস্ত্র লড়াইয়ে লিপ্ত লিবিয়া৷ এর পর থেকে বিভিন্ন সময়ে বিরোধী পক্ষের ব্যক্তিদের মৃত্যুদণ্ড দেয়া হলেও কোনো রায় কার্যকরের কথা এখনও শোনা যায়নি৷

সবশেষ বার্ষিক প্রতিবেদনে লিবিয়ার বিচারব্যবস্থাকে ‘অকার্যকর' বলে উল্লেখ করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল৷ প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ সালের পর থেকে অনেককেই বেআইনিভাবে আটকে রাখা হয়েছে এবং তাঁদেরকে এই আটকাদেশ চ্যালেঞ্জের কোনো সুযোগও দেয়া হচ্ছে না৷

এডিকে/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান